Barak UpdatesBreaking News

গুলিতে নিহত বিজেপি নেতা, জিপি সভাপতি
BJP Leader & President GP dies after being shot at Udharbond

১৯ মার্চঃ শেষপর্যন্ত মারাই গেলেন বিজেপি নেতা, হাতিছড়া জিপি সভাপতি সুখেন্দু দাস ওরফে শেবুল। মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়। সঙ্গে ছিলেন আরেক বিজেপি নেতা, শক্তিকেন্দ্র প্রমুখ রিংকু সেনাপতি। ঝাপিরবন্দ থেকে দুইজনকেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৪৫ বছর বয়সী সুখেন্দুবাবুকে দ্রুত ভেন্টিলেশনে রাখা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। রিংকু মেডিক্যালে  চিকিতসাধীন।

Rananuj

ঘটনা উধারবন্দ এলাকায় ঘটলেও হাতিছড়া বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তাই খবর পেয়েই বড়খলার বিধায়ক কিশোর নাথ ঘটনাস্থলে ছুটে যান। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা হাসপাতালে ছুটে যান। প্রথমে অতিরিক্ত পুলিশ সুপার ও ডেপুটি পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছিলেন। সুখেন্দুবাবু মারা যেতেই ছোটাছুটি শুরু হয় ডিআইজি প্রশান্তকুমার দত্ত এবং পুলিশ সুপার মুগ্ধজ্যোতি মহন্তেরও। উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম জানিয়েছেন, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গুলিচালনার কথা জেনেই পুলিশ কর্তাদের দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

তবে কোন অবস্থায়, কী কারণে, কারা গুলি চালাল, এ নিয়ে এখনও সবাই অন্ধকারে। এর সঙ্গে ভোট রাজনীতির সম্পর্ক রয়েছে কিনা, এ নিয়ে অনেকেই সন্দিহান। তবে বিজেপির জেলা নেতারা গুলিতে জিপি সভাপতির মৃত্যুকে মেনে নিতে পারছেন না। তাঁরা দুষ্কৃতীদের খুঁজে বের করার জোরালো দাবি জানিয়েছেন।

ভোটের সঙ্গে সম্পর্ক থাক বা না থাক, নির্বাচনী পর্ব শুরু হতেই এমন ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগে।

English text here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker