NE UpdatesBarak UpdatesIndia & World UpdatesFeature Story

Biswaraj’s fame as lyricist crosses national border, composes song for an international film
আন্তর্জাতিক সিনেমার জন্য সঙ্গীত রচনা, কালিকাপ্রসাদের পর বিশ্বরাজ

৭ ডিসেম্বরঃ ‘ভুবন মাঝি’র পর ‘গণ্ডি’। এ বারও বাংলা সিনেমার জন্য মুখিয়ে রয়েছে গোটা বরাক উপত্যকা। ‘ভুবন মাঝি’র জনপ্রিয়তা মাপা যায় এখানকার যে কোনও  বড় অনুষ্ঠানে। এই ছবির গান ছাড়া অনুষ্ঠানই শেষ হয় না। এর বড় কারণ, ছবিটিতে সুরকার ছিলেন বরাক-সন্তান কালিকাপ্রসাদ ভট্টাচার্য। নিজে লিখেন ‘আমি তোমারই নাম গাই’। ‘ভুবন মাঝি’র মত ‘গণ্ডি’-রও প্রযোজক বাংলাদেশের ফখরুল আরেফিন খান। অভিনেতারা দুই বাংলার। সব্যসাচী চক্রবর্তী, সাবর্ণা মুস্তাফা, অপর্ণা ঘোষ, আমন রেজা ওজনদার চরিত্রে।

বরাকবাসীর আগ্রহের জায়গাটা অন্যত্র। এই ছবিতে সঙ্গীত রচনা করেছেন শিলচরের তরুণ গীতিকার বিশ্বরাজ ভট্টাচার্য। ছবির দুটি গান তিনি লিখে দিয়েছেন। এর মধ্যে ‘গণ্ডি ছাড়িয়ে বন্ধু দুজন’ ২৯ নভেম্বর রিলিজ হয়েছে। সুর দিয়েছেন লয় ও দীপ। অন্যটি ‘গণ্ডি ছাড়িয়ে বন্দি তুমি আর আমি দুজন’ কিছুদিনের মধ্যে মুক্তি পাবে। ছবির মুক্তি ২০২০-এ।

তরুণ গীতিকার বিশ্বরাজ বলেন, ‘কালিকা-দার জনপ্রিয়তা, আন্তর্জাতিক কাজ, এই অঞ্চলের সুনাম ইত্যাদি গানদুটি লেখার সময় বেশ চাপে রেখেছিল। তবে প্রথম গানটি শুনে আমি তৃপ্ত। আশা করছি, দ্বিতীয়টিও সঙ্গীতপ্রেমীদের ভাল লাগবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker