Barak UpdatesCultureSports
১৬ নভেম্বর বঙ্গভবনে সঙ্গীত বিদ্যালয়ের বিশেষ শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যায় তেজেন্দ্র-তন্ময় যুগলবন্দি
ওয়েটুবরাক, ৪ নভেম্বরঃ একদিকে চলছে শিলচর সঙ্গীত বিদ্যালয়ের ৮৫-তম বর্ষ পালন, সেই সঙ্গে এসে গিয়েছে রামচন্দ্র ভট্টাচার্যের জন্ম শতবর্ষ। তাই শিলচর সঙ্গীত বিদ্যালয় এ বার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। আগামী ১৬ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটায় আয়োজন করা হয়েছে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার। তাতে আমন্ত্রিত হয়ে আসছেন বিখ্যাত সরোদবাদক পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার ও তবলা বাদক পণ্ডিত তন্ময় বোস। এ ছাড়াও থাকবে এই অ়ঞ্চলের শিল্পীদের উপস্থাপনা। বঙ্গভবনে আয়োজিত ১৬ নভেম্বরের অনুষ্ঠান উপভোগের জন্য সকলের কাছে আমন্ত্রণ জানিয়েছেন শিলচর সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষা নন্দিনী ভট্টাচার্য, সচিব কমলেশ ভট্টাচার্য প্রমুখ।