Barak UpdatesHappeningsBreaking News
লকডাউনে ভালই আছেন বারইগ্রাম বৃদ্ধাশ্রমের আবাসিকরাInmates of Baroigram Old Age Home are passing their days well
১৯ এপ্রিল: করোনা ত্রাসে প্রবীণ এবং শিশুদের নিয়েই বেশি চিন্তা৷ কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম৷ একবার আক্রান্ত হলে তাদের সুস্থ করে তোলা কঠিন৷
এমন সময়ে কেমন আছেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা? করিমগঞ্জ জেলার বারইগ্রামে রয়েছে সপ্তবর্ণ ওয়েলফেয়ার অর্গানাইজেশন পরিচালিত একটি বৃদ্ধাশ্রম৷ সেখানে এখন মোট ৮জন বৃদ্ধ-বৃদ্ধা রয়েছেন৷ লকডাউনে তাদের তেমন কোনও সমস্যা নেই৷ তাঁদের নিয়েও বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ বাড়তি চাপে নেই৷ জানিয়েছেন অর্গানাইজেশনের সচিব সাদিক আহমেদ৷ তাঁর কথায়, লকডাউনের জন্য বৃদ্ধদের রুটিনে তারতম্য ঘটেনি৷ এমনিতেই বৃদ্ধ-বৃদ্ধাদের নিজেদের ইচ্ছেমত বেরিয়ে যাওয়ার সুযোগ নেই৷ তারা সাধারণত এমনটা চানও না৷ ফলে সব সময়েই তাঁদের বৃদ্ধাশ্রম চত্বরেই সময় কাটে৷ এখন ব্যতিক্রম কিছু নয়৷
সাদিকবাবু জানান, তবু তাঁরা নজরদারি বাড়িয়েছেন৷ কেউ যেন কোনওমতেই গেটের বাইরে যেতে না পারেন, সতর্ক নজর রাখা হচ্ছে৷ খাওয়াদাওয়া, ওষুধপত্রেও খেয়াল রাখা হচ্ছে, বললেন সাদিক আহমদ৷