Where and When?HappeningsBreaking News
কাল সকাল আটটা থেকে বিহারের ভোটগণনাBihar: Counting of votes to begin at 8 AM on Tuesday
৯ নভেম্বরঃ মঙ্গলবার সকাল থেকে বিহার বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ৩৮ জেলার ৫৫টি গণনাকেন্দ্রে ভোট গোণা হবে। নির্বাচন অফিসার এইচআর শ্রীনিবাসা জানিয়েছেন, প্রতিটি স্ট্রংরুম ও গণনাকেন্দ্রে আধা সামরিক বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে।
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় পাঁচদলীয় জোটকে বিজয়ী হওয়ার সম্ভাবনা বলে জানানো হয়েছে। সমীক্ষার ফলাফল মিলে গেলে তরুণ যুবক তেজস্বী যাদবই হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। সে ক্ষেত্রে নীতীশকুমারের দেড় দশকের জমানার অবসান ঘটবে৷
২৪৩সদস্যের বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। কে অতিক্রম করে সেই সংখ্যা, গোটা দেশবাসী সে দিকে তাকিয়ে। সেই সঙ্গে মানুষ তাকিয়ে রয়েছেন, তেজস্বীর নিজের নির্বাচনী ভাগ্যের দিকে। এই প্রথম ভোটে দাঁড়ালেন লালুতনয়। গতবার তিনি ভোটাভুটি নয়, বিধানপরিষদে মনোনীত হয়েছিলেন। এ বার লড়ছেন রঘুপুর আসনে। মানুষের আগ্রহ তাঁর দাদা তেজপ্রতাপ যাদবের দিকেও। তিনি হাসানপুরে প্রতিদ্বন্ধিতা করছেন।