India & World UpdatesHappeningsBreaking News
পরীক্ষাকেন্দ্র ৫ গুণ করছে সিবিএসই5 times increase in exam centres by CBSE
২৫ মে: জুন মাসে নির্ধারিত সিবিএসই বোর্ড পরীক্ষার পরীক্ষা কেন্দ্র নিয়ে আরেকটি নতুন ঘোষণা দিল সরকার। এবারে ৩ হাজার নয়, মোট ১৫ হাজার কেন্দ্রে হচ্ছে পরীক্ষা। ফলে আগের থেকে পরীক্ষাকেন্দ্র বেড়ে গেল পাঁচগুণ। সেই সঙ্গে নিজেদের স্কুলেই পরীক্ষায় বসার সম্ভাবনা বাড়ল পড়ুয়াদের। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল সোমবার পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বাড়ানোর ঘোষণাটি দেন। টুইটও করেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে এ দিন মন্ত্রী জানান, সিবিএসই-র বাকি থাকা পরীক্ষাগুলি হোমসেন্টারেই নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর আগে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৩০০০ । এখন তা বাড়িয়ে ১৫ হাজার করা হচ্ছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলি কীভাবে করোনা সতর্কতা মেনে পরীক্ষা পরিচালনা করবে, এ ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে। পাঠানো হবে বিশদ নির্দেশিকা।
আসলে, করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা ও লকডাউনের ফলে মাঝপথেই আটকে যায় সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর দশম ও দ্বাদশ শ্রেণির কয়েকটা বিষয়ের পরীক্ষা। ইতিমধ্যে ১ থেকে ১৫ জুন পর্যন্ত বাকি থাকা পরীক্ষা সম্পন্ন করার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। বোর্ডের তরফে প্রকাশ করা হয়েছে সমসূচিও।