Barak UpdatesBreaking News

মোদি যুগের আগে আত্মসমর্পণের জন্যই জঙ্গিদল তৈরি হচ্ছিলঃ আরএন রবি
Before the Modi era, militant outfits took birth due to the prevalence of policy of surrender: R.N. Ravi

১০ নভেম্বরঃ ২০১৪-র পরে রাষ্ট্র সম্পর্কে মানুষ নতুন করে ভাবতে শুরু করে। ২০১৪-র পরেই পৃথক রাষ্ট্রের দাবি ওঠা বন্ধ হয়। ২০১৪-র পর আত্মসমর্পণের জন্য জঙ্গিদের ডাকাডাকি বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হয়েছে নতুন নতুন জঙ্গি সংগঠন গজিয়ে ওঠা। শিলচরে এসে এই দাবি করলেন নাগাল্যান্ডের রাজ্যপাল আর এন রবি।

Rananuj

জ্যোতি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্পিকারের দায়িত্ব পালনের জন্য তিনি রবিবার এখানে আসেন। প্রতিযোগিতাশেষে বক্তৃতা করতে গিয়ে তিনি ২০১৪-র আগে-পরে তুলনা টানেন। খোলামেলা বলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পরই রাষ্ট্র সম্পর্কে মানুষের ধারণা বদল শুরু হয়।

আগে জন্মু-কাশ্মীর, উত্তর-পূর্বকে বলা হত সমস্যাদীর্ণ অঞ্চল। কিছু অঞ্চলকে চিহ্নিত করা হয়েছিল মাও উপদ্রুত বলে। কিন্তু এইসব বলে একাংশকে দূরে সরিয়ে রাখলে কি রাষ্ট্রভাবনা মজবুত হয়! রবির কথায়, শরীরের ছোট এক অংশেও সমস্যা দেখা দিলে সারা শরীর অসুস্থ বোধ করে। তেমনি প্রতিটি অঞ্চলকে এক ভাবনায় আনা না গেলে কখনও দেশ শক্তিশালী হবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker