India & World UpdatesHappeningsBreaking News
ভারতের বিমান চলাচল ব্যবস্থায় হামলা চালাতে পারে আইএসআই, সতর্কতা
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বরঃ দেশের বিমান পরিবহণের উপরে আইএসআই হামলা চালাতে পারে, খবর কেন্দ্রীয় গোয়েন্দা বুরোর। তাদের সন্দেহ, ভারতের বিভিন্ন এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-এর মধ্যে চর ঢুকিয়ে দিয়ে হানাদারির ছক কষছে পাকিস্তানি গুপ্তচর সংস্থাটি। কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্কবার্তায় জানানো হয়েছে, বিভিন্ন অস্ত্র কারখানা ও ডিপো এবং পাওয়ার গ্রিডেও হামলার চক্রান্ত চলছে।
দুর্গাপুজোর আগে জঙ্গি হামলার হুমকি নিয়ে সতর্ক করে দিয়েছেন তারা। পাক গুপ্তচর সংস্থার ষড়যন্ত্র বানচাল করতে ভারতের বিভিন্ন গোয়েন্দা বাহিনী পাল্টা অপারেশন শুরু করে দিয়েছে। দেশের সব গোয়েন্দা বাহিনীকে নিয়ে তৈরি সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার (এসম্যাক) মারফত বিষয়টি রাজ্য পুলিশের গোয়েন্দা দফতর ও অন্যান্য গোয়েন্দা বাহিনীকে জানানো হয়েছে।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, বিমান চলাচল ব্যবস্থায় আইএসআই কী ভাবে হানা দিতে পারে, তার আন্দাজও পেয়েছেন তাঁরা। তাঁদের সন্দেহ, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দরের এটিসি-র মধ্যে নিজেদের চর ঢুকিয়ে দিতে পারে আইএসআই। তাদের হানাদারির লক্ষ্য বিমানবন্দরের এটিসি-র কম্পিউটার সিস্টেম। গোয়েন্দাদের আশঙ্কা, একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং পেনড্রাইভে পুরে সেই সফটওয়্যার এটিসি-র সিস্টেমে ঢুকিয়ে দেওয়ার তোড়জোড় চলছে। যাতে সারা ভারতের বিমান চলাচল ব্যবস্থা বিপর্যস্ত করে দেওয়া যায়।