Barak UpdatesBreaking News

বরাক চিত্রমেলা ২৩ থেকে, চলছে নাম লেখা
Barak Art Fair to start on 23 January

১৮ জানুয়ারিঃ ২১ তম ‘বরাক চিত্র মেলা’ শুরু হচ্ছে শিলচরে। ব্যবস্থাপনায় রয়েছে বরাক আর্ট এন্ড ক্র্যাফট সোসাইটি। শহরের বিপিনপাল সভাস্থলে এই আর্ট ফেয়ার চলবে ২৩-২৭  জানুয়ারি পর্যন্ত। তবে শুধু ভাস্কর্য,চারু ও চিত্রকলা প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবছনা মেলার আয়োজন। থাকবে  প্রতিযোগিতামূলক অঙ্কন। তাছাড়া, আকর্ষণ বাড়াবে প্রতিদিনের সান্ধ্য নৃত্যানুষ্ঠান। শুক্রবার, বিপিনপাল সভাস্থলে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই মেলার ব্যাপারে জানান উদ্যোক্তারা। ছিলেন সোসাইটির প্রেসিডেন্ট শ্যামল সাহা, সম্পাদক বিশ্বজিৎ দত্ত, প্রাক্তন সভাপতি স্বপন সিনহা, সাগর রায় প্রমুখ।


শ্যামল সাহা ও স্বপন সিনহা জানান, ২৩ জানুয়ারি  বিকেল ৪ টায় উদ্বোধন হবে মেলার। দুই বিশিষ্ট ব্যবসায়ী বিবেক পোদ্দার ও স্বর্ণালী চৌধুরী, সুরমিতা পোদ্দার, কলকাতার অভিজিৎ রায় চৌধুরী সহ অন্যান্য গুণীজনের অংশ নেবেন এতে। বিশ্বজিৎ দত্ত বলেন, প্রথম দিনই বিকেল ৩ টা থেকে ছোটদের অঙ্কন প্রতিযোগিতা শুরু হবে। দশম শ্রেণি অবধি পড়ুয়ারা নাম নথিভুক্ত করতে পারবেন এই বিভাগে।তাছাড়া, ১৬বছর ও তার বেশি বয়সের শিল্পীরা স্বর্ণপদক প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একই সঙ্গে নৃত্যমেলায় শামিল হওয়ার জন্যই স্থানীয় নৃত্যশিল্পীদের আহ্বান জানান বিশ্বজিৎ বাবু। সংস্থা সহ ব্যক্তিগত কুড়িটিরও বেশি স্টল বসবে মেলায়। জানিয়ে দেন সোসাইটির কর্মকর্তা সাগর রায়।

English text here

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker