SportsBreaking News

বাংলাদেশের কাছে হেরে গেল ভারত
Bangladesh registers its 1st T20I victory defeating India

৩ নভেম্বরঃ বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে পারল না টিম ইন্ডিয়া। রবিবার নয়াদিল্লিতে ছয় উইকেট হারিয়ে ভারত তুলেছিল ১৪৮ রান। তিন বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে গেল বাংলাদেশ। জিতল সাত উইকেটে। একইসঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল মাহমুদুল্লাহর দল। বৃহস্পতিবার ও রবিবার সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে এখন জিততেই হবে রোহিত শর্মার দলকে।

কুড়ি ওভারের ফরম্যাটে ভারতকে এই প্রথম হারাল বাংলাদেশ। শাকিব আল হাসান-তামিম ইকবালদের অনুপস্থিতিতে সেই জয়ের নায়ক হলেন মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ ছয় মেরে ম্যাচ শেষ করলেও মুশফিকুরের অপরাজিত ৬০ রানই তফাত গড়ে দেয়।

শুরুতেই ওপেনার লিটন দাসকে (৭) হারিয়েছিল বাংলাদেশ। দীপক চাহার প্রথম ওভারেই ফিরিয়ে দেন তাঁকে। তারপর দ্বিতীয় উইকেটে ৪৬ রান যোগ করেন মহম্মদ নঈম ও সৌম্য সরকার। নঈমকে (২৮ বলে ২৬) ফেরান লেগস্পিনার যুজভেন্দ্র চহাল। আরও উইকেট প্রাপ্য ছিল তাঁর। চহালের বলে দশম ওভারে রিভিউ না নেওয়ায় এলবিডব্লিউ হওয়ার থেকে বেঁচে যান মুশফিকুর রহিম। তখন তিনি ব্যাট করছিলেন ৬ রানে। এতেই ভুগতে হল। তৃতীয় উইকেটে সৌ‌ম্য সরকারের (৩৫ বলে ৩৯) সঙ্গে নয় ওভারে ৫৭ রান যোগ করলেন মুশফিকুর।

শেষ পাঁচ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৫০ রান। শেষ তিন ওভারে দরকার ছিল ৩৫ রান। কিন্তু মুশফিকুর ফের পেলেন জীবন। চহালের বলে তাঁর সহজ ক্যাচ ফেললেন ক্রুণাল পান্ড্য। তখন মুশফিকুর খেলছেন ৩৮ রানে। শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ২২ রান। ওই ওভারেই খলিল আহমেদকে টানা চার বার বাউন্ডারিতে পাঠালেন মুশফিকুর। ৪১ বলে পৌঁছেও গেলেন হাফ-সেঞ্চুরিতে। শেষ ছয় বলে বাংলাদেশের দরকার ছিল চার রান। মাহমুদুল্লাহ (সাত বলে অপরাজিত ১৫) অনায়াসে জিতিয়ে ফিরলেন মুশফিকুরের সঙ্গে।

টিম ইন্ডিয়ার ইনিংসে প্রথম ৫০ এল ৭.৪ ওভারে। ১০০ এল ১৫.৪ ওভারে। সর্বাধিক ৪১ করলেন বাঁ-হাতি ওপেনার শিখর ধবন। কিন্তু তা এল ৪২ বলে। এই ফরম্যাটে ওপেনারের এত বল খেলে একশোরও কম স্ট্রাইকরেট কিন্তু উদ্বেগেরই। প্রথম ওভারেই অধিনায়ক রোহিত শর্মাকে (পাঁচ বলে ৯) হারায় ভারত। তার পর লোকেশ লাহুল (১৭ বলে ১৫) ও শ্রেয়স আয়ার (১৩ বলে ২২)— দু’জনকেই ফেরালেন লেগস্পিনার আনিমুল ইসলাম। ধবন রান আউট হওয়ার পরই ফিরলেন শিবম দুবে (চার বলে ১)। উইকেটের মন্থরতায় অফস্পিনার আফিফ হোসেনকে ফিরতি ক্যাচ দিলেন তিনি। ১৯তম ওভারে ফিরলেন ঋষভ পন্থ (২৬ বলে ২৭)। ক্রুণাল পান্ড্য (আট বলে ১৫) ও ওয়াশিংটন সুন্দর‌ের (পাঁচ বলে ১৪) জন্য ১৪৮ রানে পৌঁছল ভারত। শেষ ওভারেই ১৬ রান তুললেন দু’জনে। ঋষভের আউটের পর ১০ বলে উঠল ২৬। সৌজন্যে ক্রুণাল-সুন্দর।

অধিনায়ক রোহিত শর্মা টস হেরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই শাফিউল ইসলামকে বাউন্ডারি মারেন। পঞ্চম বলেও কভারে মারলেন বাউন্ডারি। কিন্তু প্রথম ওভারের ষষ্ঠ বলেই এলবিডব্লিউ হলেন তিনি। রিভিউ নিয়েও বাঁচলেন না। আম্পায়ার্স কলের জন্য ফিরতেই হল তাঁকে।

সঞ্জু স্যামসনকে দেখে নেওয়ার পথে এদিন হাঁটেনি ভারত। বরং তিন নম্বরে কোহালির জায়গায় লোকেশ রাহুলকে খেলানো হল। হার্দিক পান্ড্যর অনুপস্থিতিতে অলরাউন্ডার হিসেবে অভিষেক ঘটল শিবমের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker