Barak UpdatesHappeningsBreaking News

বন্ধন ব্যাংকের মাস্ক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী পরিমল
Bandhan Bank distributes face mask as part of COVID-19 awareness

২২ মে : “বিশ্বজুড়ে আতঙ্কের কারণ করোনা ভাইরাস নামক মহামারি সম্পর্কে আমরা যদি এখন থেকে অভ্যর্থনা শব্দের পরিবর্তে সমর্পণ শব্দটি ব্যবহার করি, তবে এটি যথার্থ হবে।’ বন্ধন ব্যাংকের আইরংমারা শাখায় গ্রাহকদের মধ্যে মাস্ক বিতরণ করে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এ কথা বলেন। কাছাড় জেলায় বন্ধন ব্যাংক ১,৪০,০০০ গ্রাহকের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করার উদ্দেশ্যে শুক্রবার ব্যাংকের আইরংমারা শাখার উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি।

বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লবৈদ্য বন্ধন ব্যাংকের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এই কঠিন পরিস্থিতিতে বন্ধন ব্যাংক ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রদান করে গরিবদের পাশে দাঁড়িয়েছে। উপস্থিত জনগণকে লক্ষ্য করে মন্ত্রী বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে চোখ, নাক, কান, মুখ এবং হাত সবসময় পরিষ্কার রাখতে হবে। তবে আমরা এই রোগ থেকে বাঁচতে পারব।

এতে জেলাশাসক জল্লি নিজের বক্তব্যে বন্ধন ব্যাংকের ভুয়সী প্রশংসা করেন এবং সঙ্গে করোনা ভাইরাস নামক মহামারির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সবাইকে সচেতন হওয়া প্রয়োজন বলে জানান। তিনি আরও বলেন, আবহাওয়া পরিবর্তন হয়েছে, বৃষ্টি বাদলের দিন এসেছে, তাই ম্যালেরিয়া রোগের‌ও সংক্রমণ হওয়ার সুযোগ রয়েছে। তাই আমাদের প্রত্যেকের ঘরে যদিও একটি কাপড় কম কিনতে হয়, তবুও আমরা মশারি কিনব এবং মশারির মধ্যে ঘুমাব।

এদিকে বন্ধন ব্যাংকের শিলচর ডিভিশনের ডিভিশন ম্যানেজার প্রাঞ্জল মহন্ত সভার উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন এবং গ্রাহকদের মধ্যে বিনামূল্যে স্যানিটাইজার বিতরণ করেন। এই কাজে এরিয়া ম্যানেজার সুপ্রিয় দেবও সহযোগিতা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker