Barak UpdatesHappeningsBreaking News
বরাকে বনধে বেশ সাড়াBandh gets good response in Barak Valley
২৬ নভেম্বরঃ ভারত বনধে বরাক উপত্যকায় বেশ সাড়া মিলেছে। অধিকাংশ দোকানপাট বন্ধ। অফিস-কাছারিতে হাজিরা নগণ্য। ব্যক্তিগত যানবাহন চলাচল করলেও অটো বা অন্য কোনও বাণিজ্যিক গাড়ি রাস্তায় বের হয়নি। নেই রিকশাও। পুরোদমেই বনধের চেহারা শিলচর, করিমগঞ্জ, হাইলাাকান্দিতে।
২১ নভেম্বর মিছিলে পুলিশের বাধা এবং পিকেটারদের গ্রেফতারের পরই ইঙ্গিত মিলেছিল, বনধ সর্বাত্মক হবে। বনধ সমর্থকদের ঠেকাতে গিয়ে প্রশাসন বনধের কথাই বেশি করে ছড়িয়ে দিয়েছে। মাইকিং তুলনায় কম হলেও ধরপাকড়ের খবরে মানুষের মধ্যে আশঙ্কা ছড়িয়ে পড়ে। আর তাতেই এ দিনের বনধ শুধু সর্বাত্মক নয়, বলা যায়, স্বতঃস্ফূর্ত হয়েছে। এমনকি বনধের বিরোধিতা করে ব্যবসায়ীদের কো-অর্ডিনেশন কমিটি দোকানপাট খোলা রাখার আহ্বান জানালেও বৃহস্পতিবার তা নিজেদের মধ্যেই গুরুত্ব পায়নি৷
বৃহস্পতিবার সকালে পুলিশ বিভিন্ন স্থান থেকে পিকেটারদের গ্রেফতার করে৷ বেশি সংখ্যক গ্রেফতার করা হয় জেলাশাসকের অফিসের সামনে থেকে৷ তাঁদের মধ্যে রয়েছেন সুপ্রিয় ভট্টাচার্য, সুব্রত নাথ, দুলালী গাঙ্গুলি, রফিক আহমেদ, আতরজান বিবি প্রমুখ৷ তাদের ছোটেলাল শেঠ স্কুলের অস্থায়ী জেলে রাখা হয়েছে৷