Barak UpdatesHappeningsBreaking News
হ্যান্ড স্যানিটাইজার বানাচ্ছেন বাবুল হোড়ওBabul Hore to make hand sanitiser
২৯ মার্চ: রাজ্যের ১১টি সুরা প্রস্তুত সংস্থাকে হ্যান্ড স্যানিটাইজার বানাতে বলল আবগারি বিভাগ৷ ওই ১১টির মধ্যে রয়েছে শিলচরের সুরমা ডিস্টিলারি প্রাইভেট লিমিটেডও৷
সংস্থার কর্ণধার, ডিরেক্টর বাবুল হোড় জানান, তারা স্যানিটাইজার উৎপাদন শুরু করে দিয়েছেন৷ উৎপাদিত সমস্ত স্যানিটাইজার সরকারকেই প্রদান করা হবে৷ বাবুলবাবুর কথায়, বর্তমান বাজারদরের ২০-২৫ শতাংশেই তাদের সামগ্রী বিক্রি করা যেতে পারে৷
সুরমা ডিস্টিলারি প্রাইভেট লিমিটেডের আরেক ডিরেক্টর অরিন্দম হোড় জানান, আবগারি বিভাগের অনুমতিক্রমে এটি আসলে জাতীয় স্বাস্থ্য মিশনের অসম রাজ্য ইউনিটের এক প্রয়াস৷ গ্রামেগঞ্জে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেওয়াই এর লক্ষ্য৷
অরিন্দমবাবুর কথায়, দায়িত্ব পেয়েই তাঁরা কাজে লেগে গিয়েছেন৷ কিন্তু মুশকিল হল, শিলচরের বাজারে প্রয়োজনীয় ক্যামিকেলের বড় অভাব৷ লকডাউনের মধ্যে বহু কষ্টে গুয়াহাটি থেকে ক্যামিকেল জোগাড় করতে হয়েছে৷ শনিবার সেগুলো শিলচর এসে পৌঁছেছে৷ রবিবার উৎপাদন ও বটলিঙের যাবতীয় প্রস্তুতি সেরে নেওয়া গিয়েছে৷ সোমবার থেকেই পুরোদমে কাজ চলবে বলে অরিন্দমবাবু জানান৷
তিনি বলেন, ২০০ মিলিলিটারের মোট ১ লক্ষ ৩০ হাজার বোতল ইথানল কেন্দ্রীক হ্যান্ড স্যানিটাইজারের দায়িত্ব দেওয়া হয়েছে সুরমা ডিস্টিলারিকে৷ প্রতিদিন তারা ১২ থেকে ১৫ হাজার বোতল তৈরি করবেন৷ তাতে ৮-৯ দিনেই কাজ শেষ করা যাবে বলে তিনি আশা করছেন৷