Barak UpdatesBreaking News
বিশ্ব যক্ষা দিবসে শিলচরের পথেও সচেতনতা র্যালিAwareness rally taken out at Silchar on World Tuberculosis Day
২৪ মার্চঃ ২৪ মার্চ বিশ্ব যক্ষা দিবস। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জাগাতে দিনটি শিলচরেও পালন করা হয়েছে। এ দিন শিলচর সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতাল থেকে এক সচেতনতা র্যালি বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে। এই র্যালিতে ভারতীয় রেডক্রস সোসাইটির শিলচর শাখা, শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম ও প্রসূতি মঙ্গলালয়, ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময়ী হাইস্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে।
বিজ্ঞানী রবার্ট কচ ১৮৮২ সালের ২৪ মার্চ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঘোষণা করেছিলেন যক্ষা রোগের অস্তিত্বের কথা। তিনিই বলেন, মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামের এক ধরনের ব্যাকটিরিয়া থেকে যক্ষা রোগ ছড়ায়। তাঁর আবিষ্কারের ১০০ বছর পূর্তিতে তাঁকে স্মরণে রেখে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অ্যাগেনস্ট টিউবার কিউলোসিস অ্যান্ড ডিজিস ২৪ মার্চ দিনটিকে বিশ্ব যক্ষা দিবস হিসেবে ঘোষণা করে। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই দিনটিকে সম্মতি জানায়।
এই দিনটি পালনের অঙ্গ হিসেবে শিলচর সিভিল হাসপাতালের চিকিৎসকরা জানান, দেশের সরকার ২০২৫ এর মধ্যে যক্ষা রোগকে নির্মূল করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। এজন্য সরকার বিনামূল্যে একাধিক কর্মসূচিও গ্রহণ করেছে। তবে সবার সচেতনতায়ই যক্ষা নির্মূল সম্ভব বলে তিনি উল্লেখ করেন।