India & World UpdatesHappeningsBreaking News
পালাতে গিয়ে সংঘর্ষে নিহত ডন বিকাশ দুবেAttempted to escape, Don Vikash Dubey killed in encounter
10 জুলাইঃ বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মন্দিরে গ্রেফতার করা হয়েছিল গ্যাংস্টার বিকাশ দুবেকে। সেখান থেকে কানপুরে আনা হচ্ছিল। কিন্তু পৌঁছনোর আগেই শুক্রবার সকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হল বিকাশ।
পুলিশের দাবি, হাইওয়ে দিয়ে ফেরার সময়, পুলিশের কনভয়ের যে গাড়িতে বিকাশ ছিল, সেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এক পুলিশকর্মী জখম হন। তার পিস্তল ছিনিয়ে বিকাশ পালানোর চেষ্টা করে। কনভয়ের অন্য পুলিশরা তাকে আত্মসমর্থন করতে বললে তাদের দিকেও গুলি ছোঁড়ে সে। আত্মরক্ষায় তখন পাল্টা গুলি চালায় পুলিশ। তাতে গুরুতর আহত হয় বিকাশ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কানপুরের আইজি মোহিত আগরওয়াল জানিয়েছেন, ওই সংঘর্ষের ঘটনায় চার পুলিশ কর্মীও আহত হয়েছেন।
গত সপ্তাহে কানপুরের কাছে ভিকরু গ্রামে বিকাশ দুবেকে ধরতে গিয়ে মৃত্যু হয় এক ডিএসপি সহ আট পুলিশ কর্মীর। তার পর থেকেই কানপুরের ডনকে গ্রেফতার করা নিয়ে চলছিল টানটান নাটক। অবশেষে বৃহস্পতিবার উজ্জয়িনীর মহাকাল মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়।
সংঘর্ষে বিকাশের মৃত্যু নিয়ে এরই মধ্যে নানা প্রশ্ন উঠেছে। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব লিখেছেন, “আসলে এই গাড়ি উল্টে যায়নি। এই গাড়ি না উল্টে গেলে সরকার উল্টে যেত।” কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ লিখেছেন, ‘‘আমরা যেটা সন্দেহ করছিলাম, সেটাই ঘটল। বিকাশ দুবের সঙ্গে কোন কোন রাজনৈতিক নেতা ও পুলিশ অফিসার জড়িয়ে ছিল, তা আর জানা যাবে না।’’ বিকাশের মৃত্যু নিয়ে শিবসেনার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদীর কটাক্ষ, ‘‘বিকাশে মৃত্যুতে বাঁশও থাকল না, আর বাঁশিও বাজবে না।’’