Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
বাংলাদেশের ঘটনায় রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে চিঠি লিখলেন কমলাক্ষAttack on Hindus, Kamalakhya writes to PM Modi & UNHRC
ওয়েটুবরাক, ১৭ অক্টোবর : কুমিল্লা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু নির্যাতন ও মন্দির ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে সরব হয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ চিঠি লিখেছেন রাষ্ট্রপুঞ্জের আন্তর্জাতিক মানবাধিকার পরিষদে৷ পূর্ণ নিরাপত্তা চেয়েছেন সে দেশের হিন্দুদের।
তিনি চিঠিতে উল্লেখ করেছেন, সীমান্তঘেষা বরাক উপত্যকায় বাংলাদেশের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ৷ মানবাধিকার পরিষদ এমন ব্যবস্থা গ্রহণ করুক, যাতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এমন ঘটনা আর না ঘটে৷ ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশেও পৃথক চিঠি পাঠান কমলাক্ষ৷