HappeningsBreaking News

১৫ ডিসেম্বরের পর পরীক্ষা নিতে শিক্ষা বিভাগকে অনুরোধ নির্বাচন কমিশনের
State Election Commission urges Education department to take all exams after 15 December

১ নভেম্বর : আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যের শিক্ষা বিভাগকে আগামী ১৫ ডিসেম্বরের পর পরীক্ষা প্রক্রিয়া শুরু করার অনুরোধ জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রসঙ্গত, গুয়াহাটি হাইকোর্টের এক নির্দেশে আসামের নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচন ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ করার প্রক্রিয়া হাতে নিয়েছে।

এ ব্যাপারে শিক্ষা বিভাগ সহ অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর রাজ্যের শিক্ষা বিভাগকে চলতি বছরের স্কুল ও কলেজ স্তরের বিভিন্ন পরীক্ষা ১৫ ডিসেম্বরের পর অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যে অনুরোধ জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশন আরও বলেছে, দেশের গণতন্ত্রের তৃণমূল পর্যায়ের এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেজন্য স্কুল ও কলেজ কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিত। আর এ জন্যই ডিসেম্বরের পরীক্ষাগুলো ১৫ তারিখের পর করানোর জন্য কমিশন নিজের ইচ্ছের কথা জানিয়েছে।

উল্লেখ্য এ ব্যাপারে আলোচনার জন্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট বিভাগগুলোকে নিয়ে গত ২৬ অক্টোবর এক বৈঠক করে। এই বৈঠকে রাজ্যের প্রাথমিক ও মধ্য শিক্ষা পর্ষদের কমিশনার ও সচিব উপস্থিত ছিলেন। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশন হাইকোর্টের নির্দেশ মোতাবেক পঞ্চায়েত নির্বাচনের পুরো প্রক্রিয়া ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ করার কাজ হাতে নেয়। কমিশন বলেছে, পঞ্চায়েত ভোটের জন্য স্কুল ও কলেজ ভবনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। কারণ বহু স্কুল ভবনে ভোট কেন্দ্র, স্ট্রং রুম বা গণনা কেন্দ্র স্থাপন করা হয়। তাছাড়া নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করাতে কমিশনের পাশাপাশি রাজ্য সরকারের দায়িত্বের কথাও এ দিন নির্বাচন কমিশন উল্লেখ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker