Barak UpdatesHappeningsBreaking News

গুয়াহাটিতে পূর্ণ লকডাউনের পক্ষপাতী নন ড. হিমন্ত
Himanta not in favour of full lockdown in Guwahati

১৭ জুন: আচমকা লকডাউন করে জনতাকে বিপাকে ফেলতে চায় না আসাম সরকার৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা বুধবার জানিয়েছেন, ৫০ হাজার কোভিড পরীক্ষার পর অবস্থা পর্যালোচনা করা হবে৷ মারাত্মক কোনও চিত্র উঠে এলে বাধ্য হয়েই পূর্ণমাত্রার লকডাউনের সিদ্ধান্ত নিতে হবে৷ তবে তাঁর দাবি, এখনই ওই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়নি৷ স্বাস্থ্যবিভাগ রোগী ধরতে সক্ষম হচ্ছে৷ না পারলেই বিকল্প কথা ভাবতে হবে৷ তাও জনতাকে আগাম সবকিছু জানিয়েই কঠোর পথে যাবেন তাঁরা৷

ড. শর্মা পূর্ণমাত্রার লকডাউনে একেবারে অনিচ্ছুক বলে বারবার নানা কথায় বুঝিয়ে দেন৷ তিনি বলেন, বহু লোকের উপার্জন মার খায় তাতে৷ তবে দিল্লি, মুম্বইর মত পরিস্থিতি হতে চললে তো লকডাউন করতেই হবে৷ আগামী ৩০ জুন পর্যন্ত গুয়াহাটিতে স্বেচ্ছায় কেউ কোভিড টেস্ট করাতে চাইলেও পারবেন বলে মন্ত্রী জানিয়েছেন৷ তিনি বলেন, সেজন্য শুধু মেডিক্যাল কলেজে যাওয়ার প্রয়োজন নেই৷ গুয়াহাটিতে নতুন ১২ জায়গায় টেস্ট শুরু হয়েছে৷ যে কোনও জায়গায় তাঁরা যেতে পারেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker