Barak UpdatesHappeningsBreaking News

জনগণ সচেতন হলে কাছাড়ে পূর্ণ লকডাউন এড়ানো সম্ভব, বললেন এডিসি

৫ জুলাই: কাছাড়ে বর্তমানে যে কোভিড পরিস্থিতি, তাতে এখনই পূর্ণ লকডাউনের প্রয়োজন বলে মনে করছে না জেলা প্রশাসন৷ অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান বলেন, আসাম টার্গেটেড সার্ভেল্যান্স প্রোগ্রামে এখানে মোট ২ হাজার ৫৬৩ জনের লালারসের নমুনা পরীক্ষা হয়েছে, এর মধ্যে মাত্র ৬ জনেরই পজিটিভ ধরা পড়েছে৷ সংখ্যাটি ভয়ের নয় বলেই দাবি সুমিতবাবুর৷

Rananuj

তাঁর কথায়, এই সময়ে স্পর্শকাতরদেরই লালারস সংগ্রহ করা হচ্ছে৷ ফলে তাদের কয়েকজনের পজিটিভ রিপোর্ট আসবে, এটাই প্রত্যাশিত৷ তিনি জোর দিয়েই বলেন, পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণের বাইরে যায়নি৷ তিনি জনতার সচেতনতা নিয়ে প্রশ্ন তোলেন৷ বলেন, পূর্ণ লকডাউন নিয়ে কথা বলবেন, আর শিশুকোলে বেরিয়ে পড়বেন, বৃদ্ধরা দোকানে চলে যাবেন, তাহলে কী করে আর রেহাই মিলবে!

তাঁর আহ্বান, রোগ লুকিয়ে ক্ষতি ডেকে আনবেন না৷ কোনও লক্ষণ প্রকাশ পেলেই কোভিড টেস্ট করিয়ে নিন৷ এ ছাড়া, যারা কোনও ধরনের আশঙ্কায় রয়েছেন, লাগাতার ১৪ দিন হোম কোয়রান্টাইনে থাকুন৷

বিভিন্ন মাধ্যমে কাছাড়ে রেড এলার্ট জারি হয়েছে বলে যে সংবাদ ছড়িয়েছে, একে সোজাসুজি অসত্য না বললেও এডিসি বললেন, কোথায়, আমি তো কিছু জানি না!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker