Barak UpdatesHappeningsBreaking News

শ্রীশ্রীর জন্মদিনে ৩০০ মানুষকে খাবারের প্যাকেট দিল আর্ট অব লিভিং
Art of Living distribute food packets among 300 persons on birthday of Sri Sri

১৩ মে: তিনশ’র বেশি গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করল আর্ট অব লিভিংয়ের শিলচর শাখা। আর্ট অব লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের ৬৪ তম জন্মদিন উপলক্ষেই মূলত এই উদ্যোগ। এ দিন শহরের রোটারি ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি হয়। সামাজিক দূরত্ব মেনে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয় দুস্থদের হাতে। এর আগে প্রত্যেকের হাত স্যানিটাইজ করানো হয়।

Rananuj

এ দিন, এসপি অফিসের কর্মী সহ তারাপুর চান্দমারির ভারত সেবাশ্রম সংঘের বৃদ্ধাশ্রমের বয়স্কদেরও মিষ্টি বিতরণ করা হয়। মিষ্টি খাওয়ানো হয় পথ চলতি মানুষকে।

ফাউন্ডেশনের সদস্যরা জানান, প্রতিবছরই দেশ-বিদেশের সঙ্গে তালমিলিয়ে বড়সড় সাংস্কৃতিক আয়োজন, গুরু পূজা, সেবা ইত্যাদির মাধ্যমে আধ্যাত্মিক গুরুর জন্মদিন উদযাপন করে থাকে আর্ট অব লিভিং স্থানীয় শাখা। ডিভোটিদের ভিড় জমে।তবে, এবারের পরিস্থিতি অন্যরকম। তাই করোনা সতর্কতা মেনে যতটুক সম্ভব ততটুকুই করা হয়েছে। নিজেদের মতো করে গানে গানেও শ্রীশ্রী রবিশঙ্করকে এ দিন, শুভেচ্ছা জানান তাঁর অনুরাগীরা। এদিকে, অনলাইন অনুষ্ঠানের মধ্য দিয়েও চলছে রবিশঙ্করের জন্মদিন উদযাপন। যেখানে গুরুপূজা, নাচ, গান ইত্যাদির আয়োজন করেছেন যে যার মতো করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker