Barak UpdatesHappeningsBreaking News
দুর্নীতিবিরোধী অভিযোগ জানানোর ফোন নম্বরAnti-corruption helpline launched in Assam
ওয়েটুবরাক, ২৩ সেপ্টেম্বর : রাজ্য সরকার জেলাশাসকদের তাদের অধীনস্থ কার্যালয়গুলোতে দুর্নীতিবিরোধী অভিযোগ জানানোর ফোন নম্বর লিখে রাখার নির্দেশ জারি করেছে। জেলাশাসকদের কাছে পাঠানো রাজ্যের ভিজিলেন্স অ্যান্ড অ্যান্টি করাপশন শাখার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি কাজে ঘুষ দেওয়া এবং নেওয়া সম্পূর্ন বেআইনি। এ ধরনের হয়রানির সম্মুখীন হলে রাজ্যের দুর্নীতি নিবারণ শাখায় অভিযোগ জানাতে বলা হয়েছে।
ফোন নম্বর গুলি হল ৬০২৬৯০১২৪৩, ১৮০০৩৪৫৩৭৬৭, এবং ০৩৬১২৪৬২২৯৫। ই মেইল complaints.vac@gmail.com। গুয়াহাটির শ্রীমন্তপুরে অবস্থিত ডিরেক্টর অফ ভিজিলান্স অ্যান্ড অ্যান্টি করাপশন বিভাগের বিজ্ঞপ্তিতে এ ধরনের অভিযোগ জানানো ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে হাইলাকান্দির জেলাশাসকের পক্ষ থেকে জেলার সব শীর্ষ আধিকারিকের কাছে এই নির্দেশ পাঠিয়ে তা কার্যকর করতে বলা হয়েছে।