শিলচর অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর ৪ জুলাই, ২০২৪ সকাল ১০টায় ২১.০৫ মিটার ৩ ঘণ্টা ধরে জল স্থিতাবস্থায় রয়েছে। নদীর বিপদসূচক চিহ্ন ১৯.৮৩ মিটার।