NE UpdatesHappeningsBreaking News

পড়ুয়াদের নিয়ে গভীর রাতে রাজস্থান থেকে গুয়াহাটি পৌছল বাস
Amidst lockdown students from Kota reaches Guwahati

২৭ এপ্রিল : রাজস্থানের কোটায় লকডাউনে আটকে পড়া পড়ুয়াদের নিয়ে বাস এসে পৌছল অসমে। গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে রবিবার শেষরাত ৩টা ১০ মিনিট নাগাদ বাস এসে ঢুকেছে। এই বাসে আসা প্রত্যেককে কামরূপ মেট্রো জেলা প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। এই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী পীযুষ হাজরিকাও উপস্থিত ছিলেন। মন্ত্রী ট্যুইট বার্তায়ও এই পড়ুয়াদের রাজ্যে স্বাগত জানিয়েছেন।

তিনি ট্যুইট বার্তায় লিখেছেন, এক দীর্ঘ যাত্রার পর কোটা থেকে মুখে হাসি ও আনন্দ নিয়ে ৩৯১ পড়ুয়া ফিরে এসেছে। তাদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে এ বার এই পড়ুয়াদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে রাখা হবে। আজ শেষ রাত আনুমানিক ৩টা নাগাদ আমি নিজে ও পীযুষ হাজরিকা তাদের স্বাগত জানিয়েছি। এর পাশাপাশি তাদের সরুসজাই স্টেডিয়ামে যাতে সহজে নিয়ে যাওয়া সম্ভব হয়, তারও খোঁজ করেছি।

জানা গেছে, এই পড়ুয়াদের ৫ দিন পর্যবেক্ষণে রাখার পর সোয়াব পরীক্ষা করা হবে। চিকিতসকরা তাদের শরীরের লক্ষণের ওপরই সিদ্ধান্ত নেবেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১৭টি বাসে করে পড়ুয়াদের রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হবে। তবে এর জন্য প্রত্যেক পড়ুয়াকে ৭০০০ হাজার টাকা করে দিতে হবে। উল্লেখ্য, রাজ্য সরকার এই পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে আসতে যাবতীয় ব্যবস্থা করেছিল। আসাম পুলিশের একটি বিশেষ দলকে আগেই বিশেষ বিমানে কোটা পাঠিয়ে দেওয়া হয়েছিল। এই দলটিই পড়ুয়াদের গুয়াহাটি নিয়ে এসেছে। মেয়েদের গুয়াহাটির তিনটি হোটেলে ও ছেলেদের সরুসজাই স্টেডিয়ামে কোয়ারেন্টাইনে রাখা হবে।

এ দিকে আরেকটি ট্যুইট বার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরুসজাই স্টেডিয়ামে তিনি পড়ুয়াদের সঙ্গে এক আলাপচারিতায় মিলিত হয়েছেন। তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার বিষয়টিও তিনি বুঝিয়ে দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker