Barak UpdatesHappeningsBreaking News

লকডাউনেই ভাষাশহিদদের স্মরণ করলেন বরাকের মানুষ
Amidst lockdown, Barak Valley pays homage to the language martyrs

১৯ মে: ৫৯ বছরে এমন অভিজ্ঞতা আর হয়নি। এক ভাইরাস দাপিয়ে বেড়াচ্ছে, সবাইকে ঘরবন্দি করে দিয়েছে। এর পরেও অবশ্য জিতেছে উপত্যকার মানুষের ভাষাপ্রেম৷ লকডাউনের মধ্যেই সতর্কতার সঙ্গে ভাষাশহিদদের শ্রদ্ধার্ঘ জানালেন বরাকবাসী। সকালে শিলচর রেলস্টেশন চত্বরের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দিলীপকুমার পাল। উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, সদ্যপ্রাক্তন পুরসভাপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর, ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতির সভাপতি বাবুল হোড় ও সাধারণ সম্পাদক ডা. রাজীব কর, জিসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ পার্থ চন্দ, রূপমের সাধারণ সম্পাদক নিখিল পাল প্রমুখ। শ্মশানঘাটের শহিদবেদীতেও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। তবে অন্য বছরের মত ব্যানার নিয়ে দলে দলে মানুষকে ‘ডাকে ওই একাদশ শহিদেরা ভাই’ গেয়ে শ্মশানচত্বরে ঢুকতে দেখা যায়নি৷ ছিল না গান, আবৃত্তি, নাটকও৷

শহিদ দিবসের মূল জমায়েত হয় বেলা ২টা ৩৫ মিনিটে গান্ধীবাগ শহিদসৌধে। ওই সময়েই গুলি চলেছিল সত্যাগ্রহীদের ওপর। তাঁরা বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৬১ সালের ১৯ মে গণসত্যাগ্রহের ডাক দিয়ে শিলচর রেলস্টেশনে অবরোধ গড়েছিলেন। আচমকা পুলিশ গুলি চালালে ১১জন তরুণ-তরুণী প্রাণ হারান। তাঁদের স্মরণে মঙ্গলবার করোনা আবহেও বেশ মানুষ জমায়েত হন৷ সৌধের দরজা খোলার আগে থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েন সমবেত জনতা৷ শারীরিক দূরত্বের জন্য লাইন দীর্ঘতর হয়৷

সেখানে ফুলের মালায় শ্রদ্ধা জানান পুরসভার নির্বাহী আধিকারিক সুমিত সাত্তায়ান, সহকারী আধিকারিক অভিলাশ বার্নওয়াল, বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত, জেলা কংগ্রেস সভাপতি প্রদীপকুমার দে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিজেন্দ্রপ্রসাদ সিং, সুজন দত্ত, পার্থরঞ্জন চক্রবর্তী৷ সেখানে নাচ-গান ছিল না বটে, তবে উত্তমাশা কলা কেন্দ্র তার ধারাবাহিকতা বজায় রেখে চিত্রাঙ্কন করে৷ গান্ধীবাগের ফটকে মাইকে বাজে বঙ্গসাহিত্যের অডিও সিডি৷ অনুষ্ঠান সম্ভব নয় বলে এরা এবার এই সিডিটি তৈরি করে৷

এ ছাড়া, প্রসঙ্গ উনিশে নামে একটি পুস্তিকাও এ দিন প্রকাশ করেন তাঁরা৷ সেটি বিনামূল্যে বিতরণ করা হয়৷ রেলস্টেশনে ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের রক্তদান শিবির৷ তবে এই বছর নজর কাড়ে সামাজিক মাধ্যমে উনিশে উদযাপন৷ অসংখ্য অনুষ্ঠান হয়েছে অনলাইনে৷ এর মধ্যে তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখ করার মত৷  গানবাজনার সঙ্গে তারা বক্তৃতানুষ্ঠানও করে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker