NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

আক্রান্ত ব্যক্তির গ্রাম হাসানপুরের সব প্রবেশপথ বন্ধ, তিন চিকিতসকও কোয়ারেণ্টাইনে
All roads of “Hassanpur”, village of corona +ve person sealed, 3 doctors quarantined

২ এপ্রিল : আসামে নতুন করে একের পর এক করোনা আক্রান্তের খবরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ইতিমধ্যে নতুন করে যাতে সংক্রমণ না হয় সেজন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। বদরপুরের যে গ্রামটিতে রাজ্যের প্রথম করোনা আক্রান্ত জামাল উদ্দিনের বাড়ি, সেই হাসানপুর গ্রামকে প্রায় সিল করে দেওয়া হয়েছে। গ্রামের কাউকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না, এমনকী বাইরের কাউকে গ্রামে ঢুকতে বারণ করা হয়েছে। এই গ্রামে প্রবেশ করার তিনটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

পাঁচগ্রাম এলাকারও মোট ৮টি বাড়ির সব সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা গেছে। কারণ একটি অনুষ্ঠানে এই পরিবারগুলোর সদস্যরা আক্রান্ত জামালের সংস্পর্শে গিয়েছিলেন। আক্রান্তের সঙ্গে সরাসরি যোগাযোগ হওয়ায় কাটিগড়া মডেল হাসপাতালে স্থানীয় এক চিকিৎসক পুরো পরিবার নিয়ে কোয়ারেন্টাইনে গিয়েছেন।

সার্কল অফিসার দীপমালা গোয়ালা পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে বদরপুর থানা এলাকার বেশ কয়েকজনের বাড়ি গিয়ে তাঁদের খোজখবর করেছেন। জানা গেছে, জামাল উদ্দিনের সঙ্গে নিজামুদ্দিন মর্কজে যাওয়া বেশ কয়েকজনের একটি তালিকা প্রশাসনের কাছে রয়েছে। তবে এই লোকদের কেউ-ই বাড়ি ফেরেননি বলে তাঁদের পরিবারের সদস্যরা জানিয়েছেন। অন্যদিকে শ্রীগৌরী হাসপাতালে করোনা আক্রান্ত ব্যক্তি চিকিৎসাধীন থাকার সময় যে চিকিতসকরা তাঁর চিকিৎসা করেছেন তাঁদেরও কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। করিমগঞ্জ হাসপাতালের এক শিশুরোগ বিশেষজ্ঞ সহ মোট ১১ ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker