India & World UpdatesAnalyticsBreaking News
উত্তরপ্রদেশে ৩০ জুন পর্যন্ত বন্ধ সব জমায়েতAll public gatherings prohibited in UP till 30 June
২৬ এপ্রিল : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ৩০ জুন পর্যন্ত রাজ্যে কোনও জমায়েত চলবে না। করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রশাসনিক আধিকারিকদেরও এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনও জমায়েত রাজ্যে হতে না পারে বা অনুমতি না দেওয়া হয়।
উত্তর প্রদেশ মুখ্যমন্ত্রীর দফতর থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত কোনও জমায়েতের অনুমতি দেওয়া হবে না। করোনা ভাইরাসের আতঙ্কের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার জেরে উদ্ভুত পরিস্থিতি খতিয়ে দেখতে ১১টি বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২৫ মার্চ থেকে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ৩ মে পর্যন্ত বাড়ানো হয় লকডাউনের মেয়াদ।