Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

বুধবার মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভদের দেশব্যাপী ধর্মঘট
All India strike by Medical & Sales representatives on 19 Jan

ওয়েটুবরাক, ১৭ জানুয়ারি : মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভদের সর্বভারতীয় সংগঠন এবং উত্তর-পূর্বাঞ্চলে সেই সংগঠনের অনুমোদিত শাখা সিআরইউ’র আহ্বানে আগামী ১৯ জানুয়ারি বুধবার দেশব্যাপী একদিনের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের দাম কমানোর আর্জি সহ ১৬ দফা দাবির ভিত্তিতে দেশের ৫ লক্ষ মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভ এই ধর্মঘটে সামিল হবেন। তাঁরা সেদিন তাদের কোম্পানির গত দৈনন্দিন কাজকর্ম থেকে বিরত থাকবেন।

সিআরইউ’র কাছাড় জেলার সহ-সভাপতি সুব্রত রায় জানান যে, ইতিমধ্যে কেন্দ্র, রাজ্য সরকার এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও এই ১৬ দফা দাবিসনদ নিয়ে চিঠি দিয়েছেন সর্বভারতীয় সংগঠন এফএমআরএআই এবং সিআরইউ । সেইসব দাবির মধ্যে আছে ওষুধের উপর জিএসটি প্রত্যাহার, রাষ্ট্রায়ত্ত ওষুধ কোম্পানিগুলির পুনরুজ্জীবন, মোট জাতীয় উৎপাদনে ৫% স্বাস্থ্যখাতে ব্যয়, কেন্দ্রের চার শ্রম কোড বাতিল এবং মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভদের জন্য ন্যূনতম বেতনের গ্যারান্টি সহ ৮ ঘন্টার কাজের সময়সীমা সুনিশ্চিত করা ।

সংগঠনের কাছাড় জেলার সম্পাদক সারস্বত মালাকার বলেন, শুধু রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের কাছে নয়, মালিকপক্ষের কাছেও একাধিক দাবি জানানো হয়েছে । মেডিকেল ও সেলস্ রিপ্রেজেন্টেটিভদের জন্য উপযুক্ত বেতন, কাজের সুষ্ঠ পরিবেশ, যাতায়াত খরচ, স্বাস্থ্য ও জীবন বীমা সংক্রান্ত বিষয়গুলো এর মধ্যে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker