India & World UpdatesHappeningsBreaking News
দুটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ এ বছরেই
ওয়েটুবরাক. ২৬ মে : দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ করতে চায় কেন্দ্র। ইতিমধ্যেই এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
নরেন্দ্র মোদির সরকার আগেই ‘ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট’ সংশোধন করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত করার বার্তা দিয়েছিল। সংসদের আসন্ন বাদল অধিবেশনেই এ বিষয়ে একটি বিল পাশ করাতে চায় কেন্দ্র। প্রাথমিক ভাবে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বিলগ্নিকরণের তালিকাভুক্ত করাও হয়ে গিয়েছে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গত বছর জানিয়েছিলেন, কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু করতে চায় কেন্দ্র। ওই উদ্দেশ্যে ১৯৭০ এবং ১৯৮০ সালের ব্যাঙ্ক জাতীয়করণের দু’টি আইন এবং ১৯৪৯-এর ব্যাঙ্ক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি।