Barak UpdatesSports
শুক্রবার থেকে শিলচর এনআইটিতে সর্বভারতীয় টেবিলটেনিস ও যোগাসন প্রতিযোগিতাAll India Table Tennis & Yoga Competition to be inaugurated at Silchar NIT on Friday
১০ অক্টোবর: গত বছর এনআইটির সর্বভারতীয় টেবিলটেনিস প্রতিযোগিতায় শিলচর এনআইটি চ্যাম্পিয়ন হয়৷ সেই সুবাদে এ বার নিজেরা প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পায়৷শুক্রবার সকাল সাড়ে ৯টায় শিলচর এনআইটিতে এর উদ্বোধন হবে৷ একইসঙ্গে উদ্বোধন হবে সর্বভারতীয় যোগাসন প্রতিযোগিতা৷
উদ্বোধক রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য৷ জেলাশাসক লায়া মাদ্দুরি বিশেষ অতিথি হিসাবে উদ্বোধনী পর্বে উপস্থিত থাকবেন৷ শিলচর এনআইটির ডিরেক্টর শিবাজি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তের মোট ১৭ এনআইটির ২১৫ প্রতিযোগী লড়াইয়ে নামবে৷ এর মধ্যে ১৪১জন ছাত্র, ৭৪জন ছাত্রী ও ২১জন টিম অফিসিয়াল|
দুই ইভেন্টেই রেফারি পাঠাবে শিলচর জেলা ক্রীড়া সংস্থা|
ডিন এম আলি আহমেদ, অধ্যাপক কেদারনাথ দাস, অধ্যাপক সুরজ সিংহও এই প্রতিযোগিতা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন|
ব্যাডমিন্টন নয়, টেবিল টেনিস প্রতিযোগিতা হচ্ছে এন আই টি-তে।
কিছুটা হলেও ইজ্জত বাঁচালেন। একটা ফোন করে দিলে আরও আগে শোধরানো যেত। ধন্যবাদ।