NE UpdatesHappeningsBreaking News
তৃতীয়বার পজিটিভ হয়ে মৃত নগাঁওয়ের বৃদ্ধ!Alarming! 68 years old man dies after being tested COVID-19 +ve thrice
৮ সেপ্টেম্বর: এক ব্যক্তির তিন বার করোনা হল। শেষবারে আর বাঁচানো যায়নি৷ আগে দু’বার নেগেটিভ হয়ে বাড়ি ফিরেছিলেন৷ স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা স্বীকার করেন, নেগেটিভ হয়ে বাড়ি ফেরার পরেও অনেকে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়ছেন। মারাও যাচ্ছেন।
নগাঁওয়ের শিঙাপটনী এলাকার ৬৮ বছরের বৃদ্ধ আগস্টে নগাঁও সিভিল হাসপাতালে কোভিড পজ়িটিভ ধরা পড়ার পরে চিকিৎসায় সুস্থ হন। সুস্থ হলেও তাঁর দুর্বলতা, অসুস্থতা কাটেনি। ১২ অগস্ট বুকে ব্যথা অনুভব করায় গুয়াহাটির হাসপাতালে ভর্তি হন তিনি। ১২ দিন কোভিড চিকিৎসার পরে নমুনা নেগেটিভ হওয়ায় বাড়ি ফেরেন। কিন্তু ৪ সেপ্টেম্বর আবার অসুস্থ বোধ করেন। ফের গুয়াহাটির হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু ৬ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।
স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, এমন অনেক ব্যক্তি আছেন, যাঁদের শরীর থেকে সংক্রমণ তিন বার পরীক্ষার পরেও নেগেটিভ হচ্ছে না। আবার অনেকের অ্যান্টিজেন পরীক্ষায় ফলস নেগেটিভ দেখাচ্ছে। কিন্তু জীবাণু ভিতরে থেকে যাচ্ছে। কড়া স্টেরয়েডে করোনা চলে গেলেও শারীরিক অনিক জটিলতা থেকেই যাচ্ছে।