Barak UpdatesBreaking News

উনিশ স্মরণে শিলচরের স্কুল কলেজে এ আইডিএসও-র পথনাটিকা
AIDSO organises street plays at schools & colleges of Silchar to commemorate ’19 May’

১৬ মে : উনিশ শুধুমাত্র নাচে গানে উদযাপনের একটি দিন নয়। উনিশ বাঙালিকে দিয়েছে প্রতিবাদের ভাষা। দিয়েছে অধিকার আদায়ের সাহস। আসলে মাতৃভাষার ওপর আঘাত আসতেই বাঙালি সংঘবদ্ধ হয়ে গর্জে উঠেছে। তাইতো বহু সংস্থা ও সংগঠন উনিশকে পালন করে প্রতিবাদের ভাষায়, মৌলিক অধিকার আদায়ের লড়াই হিসেবে।

বৃহস্পতিবার মহান উনিশের প্রাক্কালে এআইডিএসও শিলচর শহরের বিভিন্ন স্থানে পথ নাটিকার মাধ্যমে ভাষা শহিদদের শ্রদ্ধা জানিয়েছে। উনিশের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে বিভিন্ন স্কুলকে বেছে নিয়েছে সংগঠন।

এ দিন তারা শহরের মনমোহন বালিকা বিদ্যালয়, নিরঞ্জন পাল ইনস্টিটিউট, অধরচাঁদ হাইয়ার সেকেন্ডারি স্কুল ও গুরুচরণ কলেজে পথনাটিকা করেছে। স্কুল পড়ুয়াদের মধ্যে এই নাটককে কেন্দ্র করে যথেষ্ট সাড়াও দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker