Barak UpdatesBreaking News
কাছাড় কলেজে বহিরাগত ছাত্রদের দৌরাত্ম্য, অধ্যক্ষের নজর কাড়ল এআইডিএসওAIDSO draws attention of Principal i/c of Cachar College regarding nuisance created by outsiders
৩০ আগস্ট : কাছাড় কলেজে বহিরাগত যুবকদের দৌরাত্ম্য নিয়ে আওয়াজ তুলল এআইডিএএসও। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকা জেলা স্কুল পরিদর্শকের সঙ্গে দেখা করেন ছাত্র সংগঠনের সদস্য-সদস্যারা। তাঁর কাছে একটি স্মারকপত্রও পেশ করা হয়।
অভিযোগ, ২৮ আগস্ট কিছু বহিরাগত যুবক কলেজে আসে। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারী মন্তব্য করে উসকে দেয় একাংশ পড়ুয়াকে। কিছু ছাত্রের উপর চড়াও হয়। এই ঘটনার প্রতিবাদেই এআইডিএসও’র কাছাড় কলেজ ইউনিটের সদস্যরা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তথা স্কুলসমূহের পরিদর্শকের কাছে স্মারকপত্র প্রদান করেন।
তারা দাবি জানান, এ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। পাশাপাশি এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ারও আর্জি রাখে ডিএসও। ঘটনায় যখন ভিন্ন ধর্মের ছাত্ররা জড়িয়ে পড়েছে, তাই এটাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে উত্তেজনা ছড়ানোর চেষ্টা চলছে। ফলে পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন সে দাবিও ছাত্র সংগঠন তুলছে। এআইডিএসও কলেজে শৈক্ষিক পরিবেশ গড়ে তোলার জন্য অবিলম্বে ছাত্র, শিক্ষক, অভিভাবকদের একটি সভা কলেজে আহবান করার দাবিও রাখে।
২৮ আগস্টের ঘটনায় এক শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগকে ঘিরে বহিরাগতরা কলেজে ঢুকে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রকে মারধরের ঘটনায় শিলচর সদর থানায় এজাহার জমা পড়েছে। বৃহস্পতিবার কলেজ পরিচালন সমিতির বৈঠকে এ নিয়ে চর্চা হয়। বিষয়টি থানায় গড়ানোয় তারা আইনি পথে সমাধানের জন্য অপেক্ষারই সিদ্ধান্ত নেন। অন্যদিকে, উভয়পক্ষে সমঝোতারও একটি উদ্যোগ চলছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার চিরুকান্দিতে এ সংক্রান্ত সভা হয়।
তবে কেউ কেউ এতে সাম্প্রদায়িক রং চড়ানোর চেষ্টা করলেও এখানে সম্প্রীতির লক্ষণও ধরা পড়ে। নৌশাদ আহমেদ লস্করকে মারের হাত থেকে বাঁচাতে গিয়ে মার খেয়েছে চন্দনমণি মজুমদার নামে আরেক ছাত্র। মাথা ফেটেছে চন্দনমণির।