NE UpdatesIndia & World UpdatesHappeningsAnalytics
মিজোরাম সীমান্ত পরিদর্শনে এআইসিসির ৭ জনের কমিটিAICC forms 7-member committee to visit Mizoram border
২৭ জুলাই ঃ আসাম-মিজোরাম সীমান্তের কাছাড় জেলার লায়লাপুরে মিজো দুষ্কৃতীদের তাণ্ডবে উদ্ভুত পরিস্থিতির খোঁজখবর নিতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করল কংগ্রেস। এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এই কমিটি গঠন করে দিয়েছেন। ৭ সদস্যের এই কমিটিতে রয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভূপেন বরা, আসাম বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া, সাংসদ প্রদ্যুত বরদলৈ, বিধানসভার বিরোধী দলের উপনেতা রকিবুল হোসেন, সাংসদ গৌরব গগৈ, মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব ও প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি তথা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ।
এপিসিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই সাত জনের কমিটি আসাম-মিজোরাম সীমান্তের কাছাড় জেলা ও অন্যান্য সীমান্ত এলাকার উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে সীমান্ত এলাকায় যাবেন। সীমান্ত সফরের পর একটি বিস্তৃত প্রতিবেদন এ আইসিসির কাছে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।