Barak UpdatesBreaking News

ইপিএস পেনশনারদের আন্দোলন শিলচরে
Agitation by EPS Pensioners at Silchar

১৫ জুলাই : পেনশন ফান্ডে অর্থ জমা দিয়েও পেনশন পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হয়ে আসছেন পেনশনাররা। সোমবার ইপিএস ৯৫ ন্যাশনাল এজিটেশন কমিটির শিলচর ইউনিট এই অভিযোগ এনেছে। পেনশনাররা বলেছেন, তারা একেবারেই কম হারে পেনশন পাচ্ছেন। তাদের মধ্যে কেউ ৫০০, ৭০০, ১০০০ টাকা, কোনও পেনশনার ২৫০০ টাকার উপর পেনশন পান না। এ নিয়ে তারা সরকারকে জানিয়েছেন যে, প্রদেয় টাকার বিপরীতে কেন এতো কম টাকা তারা পেনশন পাবেন। এর আওতায় রয়েছেন বিভিন্ন সরকারি বিভাগ, চা বাগান ও অসংগঠিত ক্ষেত্রে কর্মচারীরা। কিন্তু প্রভিডেন্ড ফান্ড কমিশনার তাদের এই দাবি আমল দেননি। অথচ চেন্নাই, কেরল, রাজস্থান হাইকোর্ট এই কর্মচারীদের পক্ষে রায় দিয়েছে।

Rananuj

এ দিন ইপিএস ৯৫ পেনশনারদের শিলচর ইউনিট বলেছে, সম্পূর্ণ অরাজনৈতিক ভাবনা নিয়ে এই কমিটি সর্বভারতীয় স্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ৩১-০৫-২০১৭-য় দিল্লির প্রভিডেন্ট ফান্ড কমিশনার অফিস থেকে একটি নোটিশ জারি করে পেনশনারদের বঞ্চিত করার প্রক্রিয়া শুরু করে। এ জন্য শ্রম মন্ত্রক থেকে কোনও অনুমোদন নেওয়া হয়নি বলে তারা অভিযোগ আনেন। কমিটি এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। একইসঙ্গে কমিটি এ দিন একতরফাভাবে নেওয়া এই সার্কুলারকে পুড়িয়ে এটি বাতিল করার দাবি তোলেন।

তারা দাবি জানান, ৭৫০০ টাকা ও ডিএ সহ প্রত্যেক পেনশনারকে পেনশন দিতে হবে। কমিটির কর্মকর্তারা সাফ বলেছেন, সাংসদ বিধায়করা পদ ছাড়ার পর কোনও টাকা জমা না রেখেই পেনশন পান। কিন্তু কর্মচারীরা নিজের উপার্জন করা টাকা জমা রেখেও ঠিকভাবে পেনশন পান না। বিষয়টি জানতে তারা খুব শীঘ্রই আরটিআই করবেন বলেও এ দিন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker