Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে করোনা সংক্রমণ কমছে, শনিবার আক্রান্ত ৭
Numbers dip down in karimganj, only 7 tests +ve on Saturday

২৫ সেপ্টেম্বর: করিমগঞ্জ জেলায় করোনার সংক্রমণ ক্রমে কমছে৷ শনিবার গোটা জেলায় ৭ জন পজিটিভ বলে শনাক্ত হয়েছেন৷ সবাই রেপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে ধরা পড়েছেন৷ এ দিন মোট ৫৫৬ জনের রেপিড টেস্ট হয়৷ এ ছাড়া, ৯০ জনের আরটিপিসিআর টেস্ট হয়৷ তবে লালারসের নমুনা রক্ষায় এ দিন পজিটিভ হওয়ার খবর নেই৷ এ পর্যন্ত করিমগঞ্জ জেলায় মোট ৩ হাজার ৬৩৯ জন আক্রান্ত হয়েছেন৷ সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১২৬ জন৷

Rananuj

জেলা জনসংযোগ জানিয়েছে, প্রশাসন কোভিড টেস্টে বিশেষ গুরুত্ব দিচ্ছে৷ সোমবার থেকে চা বাগানগুলিতে স্বাস্থ্যকর্মীরা যাবেন, টেস্ট করবেন৷ শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে চাবাগান কর্তাদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়৷ এ ছাড়া, তিনদিন ব্যাপী ব্যাপক টেস্টের পরিকল্পনা হিসাবে সোমবার থেকে করিমগঞ্জ শহরে তিনটি কেন্দ্রে টেস্ট চলবে৷ কেন্দ্র তিনটি হল সিভিল হাসপাতাল, ডিসি অফিস ও ঘাটলাইনের পুজোমণ্ডপ৷ যে কেউ ওই তিন কেন্দ্রে গিয়ে কোভিড টেস্ট করাতে পারবেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker