Barak UpdatesHappeningsBreaking News
শিলচরে বিভিন্ন রোটারি ক্লাবের নানা কর্মসূচি
ওয়েটুবরাক, ১৬ অক্টোবর : শিলচরে রোটারি ক্লাবের বেশ কয়েকটি শাখা রয়েছে৷ প্রতিটিই কোনও না কোনও সামাজিক কর্ম করেই চলে৷ বিজয়া-পরবর্তী দিনে অধিকাংশ একটু বিশ্রাম খুঁজে বেড়ান৷ বিশ্রাম নেই রোটারিয়ানদের৷ আজ শনিবার সকালেই মাসিক টিকাকরণ কর্মসূচির জন্য রোটারিয়ানরা ক্লাবভবনে ছুটে যান৷ ক্লাব ভবনেই রয়েছে ওই টিকার ঠিকানা৷ এ দিন মোট ৬৮টি শিশু নানা রোগের প্রতিষেধক গ্রহণ করে বলে সভাপতি গৌতম পাল জানিয়েছেন৷ একই ক্লাবভবনে এ দিন বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়৷ প্রবীণ রোটারিয়ান শঙ্কর দেব ও ফকরুল আলম মজুমদার সে সময় উপস্থিত ছিলেন৷
এ দিকে, রোটারি ক্লাব অব শিলচর গ্রেটার প্রতিমা নিরঞ্জন করতে যাওয়া স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের মধ্যে পানীয় জল বিতরণ করে৷
পুজো প্রাক্কালে রোটারি গ্রিনল্যান্ডের পক্ষ থেকে বনবাসী কল্যাণ আশ্রমের আবাসিক জনজাতি পড়ুয়াদের টি শার্ট প্রদান করা হয়৷ সভাপতি মুকেশ বাগাড়িয়া নিজে কল্যাণ আশ্রমে গিয়ে সেগুলি বিতরণ করেন৷