Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে ফের সারের সিন্ডিকেট, ৫ লরিতে বাজেয়াপ্ত ৪৫০০ বস্তা, ধৃত ১১

ওয়েটুবরাক, ১১ জুন : কাছাড় জেলায় ফের রমরমা হয়ে উঠেছে সারের সিন্ডিকেট৷ আসামের কৃষকদের জন্য বরাদ্দ সার গোপনে মিজোরাম ও মায়ানমারে পাচার করে এরা৷ শনিবার রাতে দুটি লরিতে সার পাচার হয়৷ কাছাড়ের কাটিগড়ায় ৫টি লরিকে আটকানো হয়৷ তল্লাশিতে নেমে পুলিশ গুণে দেখে, ৪৫০০ ব্যাগ ইউরিয়া৷ সেগুলি বাজেয়াপ্ত করা হয়প৷ সঙ্গে গ্রেফতার করা হয় চালক-খালাশি সহ মোট ১১ জনকে৷