Barak UpdatesHappeningsCulture
‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর শাখা গঠন, বরাকের প্রথম সমিতি রামকৃষ্ণনগরে
ওয়েটুবরাক, ২০ সেপ্টেম্বর: রাজ্য জুড়ে ‘বাংলা সাহিত্য সভা, অসম’-এর শাখা সমিতি গঠন প্রক্রিয়া শুরু হয়েছে। এই ক্ষেত্রে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর শহর সমিতি বরাক উপত্যকাতে প্রথম শাখা হিসাবে আত্মপ্রকাশ করল। কিছুদিন আগে গঠিত হয়েছিল গুয়াহাটি শাখা সমিতি, এরপরই হল রামকৃষ্ণনগরে দ্বিতীয় শাখা সমিতি৷ আর এল মাধ্যমে বাংলা সাহিত্য সভা এই উপত্যকাতে তার যাত্রার শুভারম্ভ করল।
নবগঠিত সমিতির উপদেষ্টা হিসাবে রয়েছেন রামকৃষ্ণনগর কলেজের অধ্যক্ষা ড. মালা শর্মা, রামকৃষ্ণ বিদ্যাপীঠের অধ্যক্ষ শরদিন্দু নাথ মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বিশ্বতোষ সেন ও শিক্ষাবিদ অরুণ চ্যাটার্জি। সভায় পৌরোহিত্য করেন নাট্যকার রঞ্জিত নাথ।
এই সভায় সাহিত্যিক অসিত চক্রবর্তী বলেন , মাতৃভাষা হারালে সে জাতির সংস্কৃতি হারিয়ে যায় এবং সংস্কৃতি হারালে সে জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়। অসমের বাংলাভাষীদের স্বার্থ রক্ষায় সমস্ত রাজ্য জুড়ে এই সংগঠন গড়ে তোলা হচ্ছে।
অসিত চক্রবর্তীই নবনির্মিত এই সমিতির সভাপতি হয়েছেন৷ উপ-সভাপতি রঞ্জিত নাথ, তাপস পাল ও দীপঙ্কর দাস। সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শশবিন্দু দে এবং সহকারী সাধারণ সম্পাদক সঞ্চিতা নাগ৷ সাংস্কৃতিক সম্পাদক শেখর চক্রবর্তী এবং মৌমিতা শ্যাম৷ প্রচার সম্পাদক পদে রয়েছেন বিশাল পাল(বুদ্ধ)৷ কোষাধ্যক্ষ বিপ্রেশ রঞ্জন কর৷ কার্যকরী সদস্যরা হলেন ড. অঞ্জনা চক্রবর্তী, মুনমুন দাস, শিপ্রা ভট্টাচার্য ও প্রদীপ কুমার দাশ।