Barak UpdatesBreaking News

পুরসভার দায়িত্ব নিলেন এডিসি সুমিত
ADC Sumit Sattawan takes charge as Executive Officer of SMB

২ এপ্রিল : কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সুমিত সত্যবান শিলচরের পুরপ্রধান হিসাবে দায়িত্বভার বুঝে নিয়েছেন৷ নীহারেন্দ্র নারায়ণ ঠাকুরের নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ডের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ক্ষমতা বর্তায় জেলা প্রশাসনের৷ আইএএস অফিসার সত্যবানকেই প্রশাসনের তরফে এগজিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়৷ বৃহস্পতিবার বিকালে নীহারবাবুর কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন৷

Rananuj

২০১৫ সালের ১ এপ্রিল পুরবোর্ডের সভাপতি হিসাবে নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর শপথ নিয়েছিলেন৷ ফলে বৃহস্পতিবার বোর্ডের মেয়াদ ফুরোয়৷ শিলচর পুরবোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব নিয়েই সুমিতবাবু বলেন, পুর এলাকাটিকে মরশুমি রোগের প্রাদুর্ভাব থেকে সুরক্ষিত রাখার দিকে নজর দেওয়া হবে। কারণ গোটা দেশ করোনায় আক্রান্ত৷ এই সময়ে ম্যালেরিয়া এবং অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ দেখা দিলে দুর্ভোগ বাড়বে৷ তাই সীমিত কর্মী হলেও এই জায়গায় গুরুত্ব দিতে হবে৷  বিধায়ক দীলিপকুমার পাল এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ ছিলেন বিদায়ী উপসভানেত্রী চামেলী পাল সহ পুর সদস্যরাও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker