Barak UpdatesIndia & World UpdatesHappenings
এসি চলে না, লাইট জ্বলে না তিরুবনন্তপুরম এক্সপ্রেসে, বদরপুরে স্টেশন মাস্টার ঘেরাওAC not working in Silchar-Thiruvananthapuram Express, Station Manager gheraoed at Badarpur
Train left Badarpur at 10.30 PM with non-functional AC
১৯ সেপ্টেম্বরঃ শিলচর থেকে তিরুবনন্তপুরম ৩ হাজার ৯৩২ কিলোমিটার। এমন দীর্ঘযাত্রার একটি ট্রেনকে বৃহস্পতিবার রাতে শিলচর থেকে রওয়ানা করে দেওয়া হয়েছে এসি এবং লাইট ছাড়াই। এই এক্সপ্রেস ট্রেনটিতে চারটি এসি কামরা রয়েছে। তিনটিতেই এসি অকেজো। জ্বলেনি লাইটও। ট্রেন ঘড়ি ধরে শিলচর থেকে রওয়ানা হয়ে যায়। যাত্রীরা অভিযোগ করলে জানানো হয়, সামান্য পথ গেলেই সব ঠিক হয়ে যাবে।
কিন্তু সেই সামান্য পথ আর শেষ হয় না। গরমে হাঁসফাঁস অবস্থা। এর ওপর ভেতরে ঘুটঘুটে অন্ধকার। এই অবস্থাতেই রাত সোয়া ৯টায় ট্রেনটি বদরপুরে পৌঁছায়। সবাই অপেক্ষায় ছিলেন, ওখানে সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু কেউ খবরই নেননি। নির্দিষ্ট সময়ে ট্রেনটি যখন বদরপুর থেকে ওই অবস্থাতেই রওয়ানা হওয়ার পথে, তখন যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখনও তাদের বলা হয়, সামনে গেলেই সমস্যা মিটে যাবে।
যাত্রীরা জানতে চান, এর পরই পাহাড়ে ঢুকবে, গতি কমবে, তখন কি এসি চলবে? অযৌক্তিক কথার কী আর জবাব দেবেন! যাত্রীরা বদরপুরে স্টেশন মাস্টারকে একঘণ্টা ঘেরাও করে রাখেন। শেষে লাইট জ্বালানো গেলেও এসি বদরপুরে চালানো কিছুতেই সম্ভব হয়নি। ওই অবস্থাতেই শেষে ট্রেনটি বদরপুর থেকে পাহাড়ে ঢোকে। অতিরিক্ত গরম বলে যারা বাড়তি অর্থ দিয়ে এসি কামরায় টিকিট কেটেছিলেন, তাদের কার্যত শাস্তিই পেতে হয়।