Barak UpdatesHappeningsBreaking News
কথা রাখল আলফা, মুক্তি অপহৃত ওএনজিসি কর্মীকেAbducted ONGC employee Ritul Saikia released by ULFA(I)
২১ মে : ওএনজিসির অপহৃত আধিকারিক রিতুল শইকিয়াকে মুক্তি দিল জঙ্গি সংগঠন আলফা স্বাধীন। শুক্রবার সকালে নাগাল্যান্ড মায়ান্মার সীমান্তের মন জেলার চাংচা বস্তিতে তাঁকে ছেড়ে যায় আলফা। বৃহস্পতিবার রিতুল শইকিয়াকে মুক্তি দেওয়ার জন্য আলফা স্বাধীনকে আহ্বান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই অনুরোধের পরই আলফা অপহৃত ওএনজিসি কর্মীকে মুক্তি দেবে বলে ঘোষণা করেছিল। একটি বেসরকারি টিভি চ্যানেলের সম্পাদককে ফোন করে আলফার সেনাধ্যক্ষ পরেশ বরুয়া জানিয়েছিল, এখন থেকে চারদিনের মাথায় রিতুল শইকিয়া তাঁর ঘরে ফিরে আসবেন। সে অনুযায়ী কথা রেখে অপহৃতকে মুক্তি দিয়েছে আলফা। রিতুল শইকিয়াকে মুক্তি দেওয়ায় গত কিছুদিন ধরে চলা উতকণ্ঠার অবসান ঘটল।