Barak UpdatesHappeningsBreaking News

করোনা যুদ্ধঃ শিলচরে নব্বই হাজার টাকা দিল এয়ারপোর্ট অথরিটি
AAI Silchar gives ₹ 90,000 for fight against COVID-19

27 এপ্রিলঃ করোনা মোকাবিলায় শিলচরে যারা সামনে থেকে কাজ করে চলেছেন, তাদের জন্য  নব্বই হাজার টাকা মঞ্জুর করল এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া। আজ তিনটি পৃথক চেকে ওই টাকা প্রদান করা হয়। সোমবার এএআই ডিরেক্টর প্রদীপকুমার গড়াই, ওএসডি অর্ণবকুমার দাস সহ বিভাগীয় কর্তারা কাছাড় পুলিশ, শিলচর পুরসভা ও শিলচর প্রেস ক্লাবকে ত্রিশ হাজার টাকা করে দেন।

Rananuj
AAI Silchar gives cheque of Rs30,000 to SP Cachar

করোনা যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে তাঁরা নিজেরা এসপি অফিস, পুরসভা ও প্রেসক্লাবে ছুটে যান। কাছাড়ের পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়, পুরসভার এগজিকিউটিভ অফিসার সুমিন সত্তায়ান ও প্রেস ক্লাবের সভাপতি বিজয়কৃষ্ণ নাথের হাতে ওই অর্থ তুলে দিয়ে প্রদীপবাবু বলেন, এ এক বিরাট লড়াই। তাতে তারাও শরিক হতে চান। ওই টাকা মাস্ক-স্যানিটাইজার কেনার জন্য প্রদান করেছেন তাঁরা।

AAI Silchar gives check of Rs.30,000 to SMB

তিনি বলেন, আগেও তারা আরোগ্য নিধি তহবিলে আট লক্ষ টাকা প্রদান করেছেন। এ ছাড়া, বিমানবন্দরের আশপাশের এলাকায় কেউ যেন অভুক্ত না থাকেন, তাঁরা চেষ্টা করে চলেছেন। আট টন চাল বিলি করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker