Barak UpdatesHappeningsBreaking News

তিন হাজার টাকার মেরামতির জন্য নয়মাস গ্যারেজে পড়েছিল করিমগঞ্জের অ্যাম্বুলেন্স

ওয়েটুবরাক, ৩ জুন: মাত্র তিন হাজার টাকার বিলের জন্য গ্যারেজে পড়ে ছিল করিমগঞ্জ পুরসভার একটি অ্যাম্বুলেন্স৷ মন্ত্রী-সাংসদদের  স্মারকপত্র দিয়েও কাজ হয়নি৷ তাও দু-চার দিন বা পক্ষকালের জন্য নয়, নয়মাস ধরে এটি অচল৷ তরুণ সমাজকর্মী সুজন দেবরায় কোমর কষে না লাগলে সামান্য মেরামতির জন্য আরও কতদিন যে পড়ে থাকত৷ সুজন অ্যাম্বুলেন্স চালুর দাবিতে গ্যারেজে গিয়ে ধরনায় বসলে টনক. নড়ে প্রশাসনের৷ সোশ্যাল মিডিয়ায় জেলা প্রশাসন ও পূরসভার সমালোচনায় ঝড় বয়ে চলে৷ তখনই করিমগঞ্জের সার্কল অফিসার ত্রিদীপ রায় অনশনস্থলে গিয়ে অ্যাম্বুলেন্স সারাইয়ের প্রতিশ্রুতি দিয়ে অনশন প্রত্যাহার করান৷ বুধবার অ্যাম্বুলেন্স মেরামতির পর দেখা যায়, সব মিলিয়ে বিল হয় তিন হাজার টাকা৷ সুজনবাবু বললেন, তিনি খুব খুশি যে, অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার থেকেই রোগীদের আনা-নেওয়ার কাজে লেগে যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker