Barak UpdatesHappeningsBreaking News

মাঝপথে অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন করোনায় আক্রান্ত প্রসূতি

ওয়েটুবরাক, ৬ মে: ১০৮ অ্যাম্বুলেন্সে সন্তানের জন্ম দিলেন  করোনায় আক্রান্ত এক প্রসূতি৷ পরে মা-ছেলেকে ভর্তি করা হয় শিলচর মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে৷ সেখানে সদ্যোজাতের কোভিড টেস্টের রিপোর্ট অবশ্য নেগেটিভ আসে৷

প্রসবের নির্ধারিত সময় এগিয়ে আসায় মঙ্গলবার ভাঙ্গার দিলরুবা পারভিনকে নিয়ে যাওয়া হয়েছিল করিমগঞ্জ সিভিল হাসপাতালে৷ করোনা বিধি মেনেই চিকিৎসক রোগী দেখার আগে কোভিড টেস্ট করান৷ দিলরুবা পজিটিভ বলে শনাক্ত হন৷ কোনও উপসর্গ না থাকায় পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি নিয়ে আসেন৷ বুধবার নিয়ে যাওয়া হয় বদরপুর হাসপাতালে৷ সেখানেও করোনা টেস্টে দিলরুবা পজিটিভ হন৷ ডাক্তাররা তাঁকে শ্রীগৌরী হাসপাতালে পাঠান৷ শ্রীগৌরীর চিকিৎসকরা দ্রুত শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে যেতে পরামর্শ দেন৷ ততক্ষণে তাঁর প্রসব যন্ত্রণা তীব্র হয়ে ওঠে৷  কিন্তু করোনায় সংক্রমিত বলে কেউ সাহায্যে এগোতে পারছিলেন না৷ খবর দেওয়া হয় ১০৮ অ্যাম্বুলেন্সকে৷

করোনায় আক্রান্ত বলে পিপিই কিট পরেই রওয়ানা হয়েছিলেন ইমার্জেন্সি ম্যানেজমেন্ট টেকনিসিয়ান (ইএমটি) পিয়ার হোসেন৷  সঙ্গে চালক জয় হাসান৷ শ্রীগৌরী হাসপাতালে গিয়ে তাঁরা দেখেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন দিলরুবা৷ দ্রুত দুইজনেই ধরে তাঁকে অ্যাম্বুলেন্সের ভেতরে ঢোকান৷

পিয়ারবাবু জানান, কাঁটাখাল রেলক্রশিংয়ের কাছে এসে দিলরুবা আর কিছুতেই সহ্য করতে পারছিলেন না৷ পিয়ার জয়কে গাড়ি থামাতে বলেন৷  কাঁটাখালে অ্যাম্বুলেন্সের ভেতরেই ফুটফুটে সন্তানের জন্ম দিলেন ভাঙ্গার দিলরুবা৷ এর পরই তিনি বাড়িতে ফিরে যেতে চান৷  পিয়ারবাবু আপত্তি জানান৷ বলেন, কোভিড আক্রান্তকে এ ভাবে ছাড়া যাবে না৷ তিনি তাকে মেডিক্যাল কলেজে গিয়ে করোনা থেকে মুক্ত হয়ে ওঠার পরামর্শ দেন৷ বর্তমানে মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডেই পজিটিভ-মা চিকিতসাধীন৷ সঙ্গে তাঁর সদ্যোজাত নেগেটিভ-ছেলে৷

জিভিকে-ইএমআরআই কোম্পানির ইএমটি পিয়ার হোসেনের সময়োচিত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করছেন সবাই৷  কৃতজ্ঞতা জানিয়েছেন দিলরুবা পারভিনের পরিবারের সদস্যরাও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker