Barak UpdatesHappeningsBreaking News

ধনেহরিতে ভোট বেড়েছে, কমেছে করিমগঞ্জে
Repoll: 81% votes cast at Sonai, 59% at Ratabari & 63% at Dima Hasao

ওয়েটুবরাক, ২০ এপ্রিলঃ আসামে পুনর্নির্বাচন আজ মঙ্গলবার শান্তিতেই সম্পন্ন হয়েছে। কাছাড়, করিমগঞ্জ ও  ডিমা হাসাও তিন জেলাতেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ সোনাই আসনের মধ্য ধনেহরি এলপি স্কুলে ৮১ শতাংশ ভোট পড়েছে৷ করিমগঞ্জ জেলায় রাতাবাড়ি আসনের ইন্দিরা এমভি স্কুলে ৫৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন৷  ডিমা হাসাও জেলার হাফলং আসনের মূলধাম এলপি স্কুল এবং খটলিয়ার এলপি স্কুলে ভোট পড়েছে ৬৩ শতাংশ৷

গত ১ এপ্রিল মধ্য ধনেহরিতে গুলিচালনার ঘটনা ঘটে৷ রাতাবাড়ির ইন্দিরা এলপি স্কুলের ভোটকর্মীরা ১ এপ্রিল ইভিএম নিয়ে বিজেপি বিধায়কের স্ত্রীর গাড়িতে উঠে পড়েছিলেন। হাফলঙের খটলিয়ার এলপি স্কুলে ভোটার ৯১ জন। কিন্তু ১ এপ্রিল ভোট পড়েছিল ১৮০টি। মূলদাম এলপি স্কুলের একাংশ ভোটার খটলিয়ারে গিয়ে ভোটদান করেছিলেন৷ তাই চারটি ভোটকেন্দ্রেই আজ ফের ভোট নেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker