Barak UpdatesHappeningsCultureBreaking News
আজ থেকে মধ্যশহরে স্বাধীনতার ছায়াছবি প্রদর্শনী
ওয়েটুবরাক, ১৭ জানুয়ারি : ভারতের স্বাধীনতা আন্দোলনের ওপর ছায়াছবি প্রদর্শনীর আয়োজন করেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫-তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড়৷ মঙ্গল ও বুধবার দুটি করে মোট চারটি প্রদর্শনী হবে মধ্যশহর সাংস্কৃতিক সমিতির হলঘরে৷ আজ মঙ্গলবার প্রথম দিনে দুপুর তিনটায় দেখানো হবে ‘সুভাষচন্দ্র’ এবং সন্ধ্যা ৬টায় ‘খেলেঙ্গে হাম জি জান সে:৷ পরদিন বুধবারের ছায়াছবি দুটি হলো বেলা আড়াইটায় ‘দ্য লিজেন্ড অব ভগৎ সিং’ এবং সন্ধ্যা ৬টায় ‘বোস দ্য ফরগটেন হিরো’৷
এ ছাড়া, আগামী ১৮ জানুয়ারি সন্ধ্যা পাঁচটা থেকে সদরঘাট সংলগ্ন বিজয়ী সংঘের মাঠে, ১৯ জানুয়ারি ন্যাশনাল হাইওয়ের মাতাবাড়ি প্রাঙ্গণে, ২০ জানুয়ারি অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালায়, ২৩ জানুয়ারি মধুরবন্দের কাছাড় স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে সংগঠনের উদ্যোগে ও স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।
এছাড়াও আগামী ২১ জানুয়ারি শিলচরের গান্ধী ভবনের সামনে উদ্ধৃতি প্রদর্শনী, ২২ জানুয়ারি সংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিটির উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা, ২৩ জানুয়ারি সকাল সাড়ে আটটায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে রাঙ্গিরখাড়িস্থিত নেতাজি মূর্তি পর্যন্ত শোভাযাত্রা এবং ২৪ জানুয়ারি বেলা ১২টা থেকে শিলচরের নৰ্মাল স্কুল সংলগ্ন চিল্ড্ৰেন পার্কে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ইত্যাদি আয়োজিত হবে। অনুষ্ঠানগুলিতে সবার উপস্থিতি কামনা করছে নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ উদযাপন সমিতি, কাছাড়।