Barak UpdatesHappeningsBreaking News

নির্বাচনী অনিয়ম দেখলেই সিভিজিল অ্যাপে অভিযোগ জানাতে পরামর্শ

ওয়েটুবরাক, ৪ মার্চ : নির্বাচনী ব্যয় পর্যবেক্ষক সজিৎ কুমার পি  বৃহস্পতিবার করিমগঞ্জে এসেছেন । তিনি রাতাবাড়ি, পাথারকান্দি এবং উত্তর করিমগঞ্জ বিধানসভা চক্রের প্রার্থীদের হিসেব পরীক্ষা করবেন । অন্যদিকে অপর একজন ব্যয় পর্যবেক্ষক দেব কুমার শুক্রবার করিমগঞ্জ এসে পৌঁছাবেন । তিনি দক্ষিণ করিমগঞ্জ ও বদরপুর বিধানসভা চক্রের প্রার্থীদের হিসেব পরীক্ষা করবেন । ভারতীয় রাজস্ব সেবার আধিকারিক সজিৎ কুমার করিমগঞ্জে পৌছেই বৃহস্পতিবার ওই বিধানসভা কেন্দ্র গুলির সহকারি পর্যবেক্ষকদের সাথে বৈঠকে মিলিত হন । এতে তিনি নির্বাচনী প্রচার অভিযানের আদর্শ আচরণবিধি গুলি লঙ্ঘিত হলে ধরার কৌশল সহকারি পর্যবেক্ষকদের বুঝিয়ে দেন ।

উল্লেখ্য, সিভিজিল অ্যাপ এর মাধ্যমে জনসাধারণ নির্বাচনী আদর্শ আচরণ গুলি লঙ্ঘনের অভিযোগ জানাতে পারেন । এতে ১০০ মিনিটের মধ্যে অভিযোগগুলি নিষ্পত্তি করা হবে । সুষ্ঠু, অবাধ নির্বাচন সুনিশ্চিত করতে পর্যবেক্ষক বলেন, জনসাধারণ গুগল প্লে-স্টোর থেকে সিভিজিল অ্যাপ ডাউনলোড করে তাতে যেকোনো নির্বাচনী অনিয়মের ফটো বা ভিডিও আপলোড করতে পারেন । পর্যবেক্ষক কুমার জনসাধারণকে সিভিজিল অ্যাপ ব্যবহার করে নির্বাচনে অনিয়মের অভিযোগ দাখিল করতে আবেদন জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker