Barak UpdatesHappeningsBreaking News
উত্তরীয় পরিয়ে ষাটোর্ধ্বদের করোনা টিকা মেডিক্যাল কলেজে
ওয়েটুবরাক, ১ মার্চঃ সারা দেশের সঙ্গে কাছাড়েও আজ সোমবার ষাটোর্ধ্বদের করোনা প্রতিষেধক প্রদান শুরু হয়েছে। মোট ৪৬ জন প্রবীণ নাগরিক এ দিন শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে ‘কোভিশিল্ড’ গ্রহণ করেছেন। কারও কোনও শারীরিক সমস্যা ধরা পড়েনি। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্যকে এ দিন প্রথম টিকা প্রদান করা হয়। টিকা গ্রহণ করেছেন তাঁর স্ত্রী ড. স্বপ্না ভট্টাচার্যও। উদ্বোধনী পর্বে অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. বাবুল বেজবরুয়া উপস্থিত ছিলেন। তাঁরাই প্রবীণ নাগরিকদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার রাহুল ঘোষও।
এ দিন অন্যান্যদের মধ্যে কোভিশিল্ড গ্রহণ করেছেন, অতীন দাশ, আরতি দাশ, সুভাষ চৌধুরী, প্রণতি চৌধুরী, তৈমুর রাজা চৌধুরী, বাবুল হোড়, মঞ্জুল দেব, দেবাশিস সোম, এএনবি সিংহ, অরুণাভ দে প্রমুখ৷