India & World UpdatesHappeningsBreaking News
নাশকতা বানচাল, ৬ জঙ্গিকে গ্রেফতার করল দিল্লি পুলিশ
১৪ সেপ্টেম্বর : নাশকতার ছক ভেস্তে দিয়ে জঙ্গিদমনে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। মঙ্গলবার বিকেলে ৬ জঙ্গিকে হাতেহাতে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ সেল। গ্রেফতার হওয়া ৬ জনের মধ্যে দু’জন ইতিমধ্যে পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরেছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আসন্ন উৎসবের মরশুমে উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল এই জঙ্গিদের।
বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছ থেকে খবর পেয়ে দিল্লি, রাজস্থান ও উত্তর প্রদেশ জুড়ে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশের বিশেষ সেল। গ্রেফতারির পর ওই সেলের বরিষ্ঠ আধিকারিক নীরজ ঠাকুর জানান, ৬ জনের মধ্যে একজন সকালে তল্লাশি অভিযানে মহারাষ্ট্রের একজন জঙ্গি রাজস্থানের কোটা থেকে গ্রেফতার হয়। তিনজন উত্তর প্রদেশ এটিএসের সাহায্যে সেই রাজ্যে গ্রেফতার হয়। বাকি দু’জন ধরা পড়ে রাজধানী দিল্লিতেই।
ধৃত ৬ জঙ্গিকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, এদের মধ্যে দু’জন সম্প্রতি ওমানের মসকটে পালিয়ে যায়। সেখান থেকে বোটে করে তারা যায় পাকিস্তানে। পাকিস্তানে ওই দু’জন জঙ্গিকে ১৫ দিন একটি বাগানবাড়িতে রেখে অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর প্রশিক্ষণ শেষ হলে ফের দুবাই হয়েই ভারতে ফিরে আসে ওই দুজন।