Barak UpdatesHappeningsBreaking News
এ বার হ্যাকারের কবলে শিলচর কলেজের ওয়েবসাইট
After GC College, website of Silchar College now hacked
Hackers attempting to play divisive game between Bengalis & Assamese before election!

৮ ফেব্রুয়ারিঃ রামানুজ গুপ্ত জুনিয়র কলেজ, গুরুচরণ কলেজের পর সোমবার হ্যাকারের কবলে পড়ল সিঙ্গারি স্থিত শিলচর কলেজের ওয়েবসাইট। সন্ধ্যায় কলেজ কর্তৃপক্ষ এই হ্যাকের কথা জানতে পারেন। তিনি ডিএসপি-কে বিষয়টি জানান। এখনও অবশ্য ওয়েবসাইটটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। কর্তৃপক্ষ আইটি সেলের সঙ্গে যোগাযোগ করেছেন। চেষ্টা চলছে একে দ্রুত উদ্ধারের জন্য।
রবিবার গুরুচরণ কলেজের ওয়েবসাইট খুললে যেমন বরাকের বাঙালিদেরও অসমিয়া বলে পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে বার্তা দেখা যাচ্ছিল। এ দিন শিলচর কলেজের সরকারি ওয়েবসাইটে ওই একই বক্তব্য লাগানো রয়েছে— ‘আমরা কোনও রাজনৈতিক দলের নই। আমরা সবাই অসমিয়া। আমরা সাধারণ মানুষ। শিলচরের কিছু মানুষ অসমিয়া-বাঙালির মধ্যে বিদ্বেষ ছড়াতে চাইছে। বাঙালি বলার আগে মনে রাখবেন, আপনি একজন অসমিয়া। ভুলে যাবেন না, আপনি অসমেরই অংশ। তাই সবার আগে নিজেকে অসমিয়া বলে পরিচয় দিন।’
রামানুজ গুপ্ত জুনিয়র কলেজে হ্যাকাররা নিজেদের বাংলাদেশের খান সাইবার আর্মি বলে নিজেদের পরিচয় দেওয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু গত দুদিন ধরে যে ভাবে বরাকের বাঙালিদের অসমিয়া বলে পরিচয় দেওয়ার আহ্বান জানানো হচ্ছে, তাতে অনেকেই মনে করছেন, কোনও বিশেষ ষড়যন্ত্রের অংশ হিসেবেই কলেজের ওয়েবসাইটগুলিকে হ্যাক করা হচ্ছে। আর তাতে চাঞ্চল্যটা ক্রমে উদ্বেগের রূপ নিচ্ছে।